khanchar vitor achin pakhi lyrics in bangla:
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।
#khacar vitor ocin pakhi
#khachar vitor ochin pakhi
#khachar vitor
#godhulibela
#khachar vitor ochin pakhi kemne ashe jay
#খাঁচার ভিতর অচিন পাখি
#কেমনে আসে যায়
#অচিন পাখি
#ochin pakhi
#Sampa biswas
#গোধূলী বেলা
#Godhulibela
Ещё видео!