কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা | Who was Nawab Siraj ud-Daulah | Biography | information |
নবাব সিরাজুদ্দৌলার সম্পূর্ণ নাম ছিল, মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন আলীবর্দী খানের দৌহিত্র এবং জৈনুদ্দীন আহমদ খান ও আমিনা বেগমের পুত্র। ১৭৩২ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন।
নবাব সিরাজউদ্দৌলা তুর্কি জাতির বংশধর ছিলেন।আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলী।তার পিতার নাম ছিলো মির্জা মুহম্মদ মাদানি। তুর্কি বংশোদ্ভূত মির্জা মুহম্মদ মাদানি মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের দরবারের একজন কর্মকর্তা ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খানের কোন পুত্রসন্তান ছিল না। শুধুই তিন কন্যাসন্তান ছিল। তিনি তার কন্যাদের বড়ভাই হাজি আহমদের তিন ছেলের সাথে বিবাহ দেন।
সিরাজের জন্ম, বেড়ে উঠা বাংলার মাটিতে, বাংলার বাতাসে।
১৭৫৬ সালের ৯ এপ্রিল নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে আসীন হলেন নবাব সিরাজ-উদ-দৌলা।
বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব ছিলেন মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা। তিনি ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর শাসনকালে সেনাপতি মীরজাফর ও রায়দুর্লভ- এর বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে তিনি পলাশীর যুদ্ধে পরাজিত হন। পরবর্তীতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে।
• নবাব সিরাজউদ্দৌলার দাম্পত্য সঙ্গীদের নাম : লুৎফুন্নেসা বেগম, জেবুন্নেসা বেগম,
উমদাদুন্নেসা বেগম।
• নবাব সিরাজউদ্দৌলার বংশধর : উম্মে জোহরা (কুদসিয়া বেগম)
• নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম : নবাব মনসুর উল-মুল্ক সিরাজ উদ্দৌলা শাহ কুলী খান
মির্জা মুহম্মদ হয়বৎ জঙ্গ বাহাদুর
• নবাব সিরাজউদ্দৌলার পিতা ও মাতার নাম : পিতা জৈনুদ্দীন আহমদ খান এবং মাতা
আমিনা বেগম।
• আলিবর্দী খানের জীবদ্দশায় সিরাজ-উদ-দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭৫৬ সালের ১০ এপ্রিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বৎ জং বাহাদুর (সিরাজ-উদ-দৌলা) আনুষ্ঠানিকভাবে বাংলা-বিহার-উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন।
Siraj-ud-Daula, Siraj-ud-Daulah (born Mirza Muhammad Siraj ud-Daulah; নবাব সিরাজউদ্দৌলা : میرزا محمد سراج الدوله;2 was the last independent Nawab of Bengal, reigning from 1756 to 1757. The end of his reign marked the beginning of the rule of the East India Company over Bengal and later almost all of the Indian subcontinent.
Siraj ascended to the masnad on 9 April 1756, following the death of his maternal grandfather, Alivardi Khan, at the age of 23. Betrayed by Mir Jafar, the commander of Nawab's army, Siraj lost the Battle of Plassey on 23 June 1757. The forces of the East India Company under Robert Clive invaded and the administration of Bengal fell into the hands of the company.
#sirajuddaulah #biography #opentschool #mirjafar
নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত | Last Days of Nabab Siraj-Ud-Daulah | বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল চরম বিশ্বাসঘাতকতা। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতা ভারতের উপর এনে দিয়েছিল কালো ছায়া। পলাশির যুদ্ধের পর কি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার ও তার পরিবারের সাথে | পলাশীর বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি || The Consequences of the Plassey Conspirators | মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ নিজের গলায় ক্ষুর চালিয়েছেন, কেউ উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়েছেন, গলায় বালির বস্তা বেধে দূর্গ থেকে ছুড়ে ফেলা হয়েছে আবার কাউকে ডুবিয়ে মারা হয়েছে নদীতে। মীর জাফর, ঘষেটি বেগম কিংবা লর্ড ক্লাইভ, পলাশীর যুদ্ধের কোনো ষড়যন্ত্রকারীরই স্বাভাবিক মৃত্যু হয়নি। তাদের শেষ পরিণতি ছিলো অত্যন্ত ভয়াবহ। আজকের ভিডিওতে তুলে ধরবো ইতিহাসের সেই নির্মম প্রতিশোধের চিত্র | সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসার শেষ পরিনতি | History of Lutfunnesa Begum | সিরাজউদ্দৌলা ও তার বেগমের রহস্য | সিরাজউদ্দৌলা | লুৎফুন্নেসা |
সিরাজউদ্দৌলা ও তার বেগমের রহস্য | সিরাজউদ্দৌলা | লুৎফুন্নেসা |
:- আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়, মিরজাফর ও তার ছেলেকে যোগ্য জবাব দিয়েছিল সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা। লুৎফুন্নেসার অদম্য সাহস আত্মমর্যাদা তাকে বিশ্বাসঘাতকদের সামনে ঝুকতে দেয়নি। তিনি ছিলেন ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী।
অযত্নে সিরাজউদ্দৌলার কবর থেকে আজও কান্নার আওয়াজ শোনা যায় || The Grave of Nawab Siraj ud-Daulah | বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফর নাম দুটি অতিপরিচিত। সিরাজউদ্দৌলার কন্যা জোহরার শেষ পরিনতি | সিরাজউদ্দৌলার বংশধর | সিরাজউদ্দৌলার কন্যা জোহরার শেষ পরিনতি
সিরাজউদ্দৌলার বংশধরদের ইতিহাস
মিরজাফরের বংশধর
descendant of Siraj Ud daulah
লুৎফেন্নেসার পুনর্জন্ম
ঘসেটি বেগমের শেষ পরিনতি
জিনজিরা প্রাসাদের অজানা ইতিহাস
history of jinjira Palace
সিরাজউদ্দৌলার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত
সিরাজউদ্দৌলার কন্যার সাথে কি হয়েছিল
সিরাজউদ্দৌলার বংশধররা কোথায় আছে
মিরজাফরের বংশধররা কোথায় আছে
সিরাজউদ্দৌলার আংটি
Descendant of Mir jafar
পলাশীর বিশ্বাসঘাতকতার ইতিহাস
সিরাজউদ্দৌলার কবর
Grave of Mirjafar
Ещё видео!