One of the largest vegetable markets in the country is Satmail, Jessore. Price of vegetables#Hello Bangla #Agricultural#vegetables
দেশের অন্যতম বৃহৎ সবজি বাজার সাতমাইল, যশোর। সবজির দাম
my YouTube channel@ARHelloBangla24
যশোর সাতমাইল পাইকারি সবজির হাট
দেশের অন্যতম বৃহৎ সবজি বাজার যশোরের সাতমাইল-বারীনগর। এখানে বছরে পাঁচশত কোটি টাকার সবজি কেনা-বেচা হয়।
ওই অঞ্চলের চাষীরা ধান-পাটের বদলে সারা বছর সবজি আবাদ করে থাকেন। বর্তমানে সবজির ভরা মৌসুমে পাইকাররা যে দাম দিচ্ছেন, তাতে খুশি এলাকার চাষীরা। তবে শহরের বড় বাজারে সবজির এই দামে খুব একটা খুশি নন ক্রেতারা। তারা বলছেন, গত ১০ বছরের সবজির দাম এত বেশি হয়নি।
যশোর শহর থেকে ১০ কিলোমিটার দূরে সাতমাইল-বারিনগর সবজি হাট। বর্তমানে প্রতিদিন বসে হাটটি। বাজারও বশে চাঙা। পাইকাররা দাম দিচ্ছেন আশানুরূপ। ফলে ক্ষেত থেকে সবজি তুলে তা বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন বারীনগর, চুড়ামনকাটি, হৈবতপুর, আব্দুলপুরসহ আশপাশের এলাকার কৃষকরা।
Ещё видео!