সত্তরের দশকের রাতের শহরের ঝলমলে রঙিন আলো নিভে গেল। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার বিখ্যাত ক্যাবারে ডান্সার মিস শেফালি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোদপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্যাবারে সেনসেশন। ফিরপোজ হোটেল থেকে পার্ক স্ট্রিট, গ্র্যান্ড হোটেলে গানের সুরে নাচ করতে করতে আরতি দাস হয়ে উঠেছিলেন মিস শেফালি। মিস শেফালির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল হলিউড থেকে টলিউড সর্বত্র।
#newsrplus#kolkata#missShefali#kolkatanews
Ещё видео!