বিজয় দিবস উদযাপন - মন্ট্রিয়াল , কানাডা
বিজয় দিবস, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের স্মরণে ১৬ ডিসেম্বর পালিত হয়।
এই দিনটিকে আরো স্মরণীয় করে
বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়াল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসকে
ক্লজ আপ খ্যাত নওরীনের গানে ও সারগাম স্কুলের শিক্ষারথী দের গানে ও দেশচ্ত্ববোধক নৃত্যে স্মরণ করেন ৭১ এর বিজয়কে। তারা কণ্ঠের শক্তি ও গভীরতায় মুক্তিযুদ্ধ ও মানবতার চেতনা ছড়িয়ে দিয়েছেন।
Ещё видео!