গ্রামবাংলায় শীত আসে মোহনীয় রূপ ধরে। স্রষ্টা যেনো নিজ হাতে রঙতুলির আঁচড়ে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দেন অপরূপ কোনো স্বর্গীয় চিত্র। এমন দৃশ্য যে শুধু গ্রামবাংলাতেই দেখা যায়, দুনিয়ার আর কোত্থাও নয়।
ভাদ্রের তালপাকা ভ্যাপসা গরমের পর নাতিশিতোষ্ণ আশ্বিন পেরিয়ে, কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতেই আগমনী বার্তা নিয়ে হাজির হয় শীত। এই সময় প্রকৃতিতে কুয়াশার আধিক্য তেমন থাকে না। আর মৃদু শীতের আরামদায়ক পরিবেশ বিরাজ করে সর্বত্রই।
Contact :
sumonmcj@yahoo.com
#winter #north_bengal #bogura #উত্তরবঙ্গের_শীত #বগুড়া
Ещё видео!