Recently, I have visited the largest wholesale market for marine and freshwater fish is located in Chattogram, the second largest city in Bangladesh. Fishery Ghat of Chattogram known as Fish Wholesale Market or Fishery Ghat was established about 200 years ago. And it was founded by the Portuguese. This barrage was established when their traffic started in Chattogram for business purposes and after the right to collect port duties was acquired. Chattogram's traditional Fishery Ghat is located in two places. The location of the Fishery Ghat on Iqbal Road in Patharghata has been changed and now a new and larger scale Fishery Ghat has been constructed at Lusai Kanya at the mouth of Rajakhali on the banks of the Karnaphuli river. Where every night from 3 pm to 8 am different types of fish are bought and sold depending on the season.
There are many fishes available in Chattogram Fishery Ghat - Laksha, Hilsha, Kai Coral, Datina Coral, Red Snapper, Vetki, Surma, Cuttle Fish, Desi Squid, Roopchanda, Macaree, Shrimp, Tuna, Salmon, Mackerel, Sardine, Squid, Lobster, Tuna Cod, Knife, Popa, Faisya, Laitya, Shrimp, Chapa, Chapila, Riksa fish, local river, & hybrid fishes are also available here etc.
আমি বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক ও মিঠা পানির মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম ভ্রমনে গিয়েছিলাম।
মাছের পাইকারি বাজার বা ফিশারি ঘাট হিসেবে পরিচিত চট্টগ্রামের ফিশারি ঘাট প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ২০০ বছর আগে। আর এর গোড়াপত্তন হয় পর্তুগিজদের হাতে। চট্টগ্রামে ব্যবসায়ের প্রয়োজনে তাদের আনাগোনা যখন শুরু হয় এবং বন্দরের শুল্ক আদায়ের অধিকার পেয়ে যাওয়ার পরই এই আড়ত স্থাপন করা হয়।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিশারি ঘাট এর অবস্থান দুইটি জায়গাতে রয়েছে। পাথরঘাটার ইকবাল রোডের ফিশারি ঘাটের অবস্থান পরিবর্তিত হয়ে এখন নতুন করে এবং আরও বড় পরিসরে ফিশারি ঘাটটি বানানো হয়েছে কর্ণফুলী নদীর তীরে রাজাখালীর মুখে লুসাই কন্যাতে। যেখানে প্রতি রাতে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মৌসুমভেদে বিভিন্ন ধরনের মাছের কেনাবেচা চলে। এই ঘাটে মূলত দেশের প্রতিটি জেলা থেকেই মাছ আসে, যা পরবর্তীতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। আর তাই মাছের আড়তদারদের ভিড়ে রীতিমত সরগরম থাকে চট্টগ্রামের ফিশারি ঘাট। চলে কোটি টাকার মাছ কেনাবেচা।
চট্টগ্রাম ফিশারি ঘাটে পাওয়া যায়- লাক্ষা, ইলিশ, কই কোরাল, দাতিনা কোরাল, রেড স্নাপার, ভেটকি, সুরমা, কাটল ফিশ, দেশি স্কুইড, রূপচাঁদা, ম্যাকারে, শ্রিম্প, টুনা, স্যামন, ম্যাকরেল, সারডিন, স্কুইড, লবস্টার, টুনা কড, ছুরি, পোপা, ফাইস্যা, লইট্যা, চিংড়ি, চাপা, চাপিলা, রিকসা মাছ ইত্যাদি।
শুধু সাগরের মাছ নয়, এখানে মেলে মিঠা পানির মাছও। বিভিন্ন উপজেলার পুকুর-খামার থেকে সংগ্রহ করা রুই, কাতলা, বোয়াল, কই, মাগুর মাছও নিয়ে আসেন বিক্রেতারা। আসে বার্মিজ মাছও। এরপর চলে বরফ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি। এজন্য এখানে গড়ে উঠেছে কোল্ড স্টোরেজও। আশা করি, আপনারা আসলে এই বাজার থেকে আপনাদের পছন্দের মাছটি খুব সহজেই কিনতে পারবেন। আমি আড়তটি ঘুরে দাঁরুন উপভোগ করলাম।
#khansnaturalworld #fishmarket #fishbazar #chattogramfisheryghat #seafish #fisheryghatinchattogram #fishmarketinbangladesh #shrimp #lobster #squid #cuttlefish #ruhifish #katla #karnaphulibridgefisheyghat #fisheryghat #chattogram #bangladesh
#মাছ #মাছবাজার #সামুদ্রিকমাছ #ফিশারিঘাট #চট্টগ্রামফিশারিঘাট #বাংলাদেশেরফিশারিঘাট #চিংড়ি #লবস্টার #ভোলমাছ #লালকোরাল #হুমারমাছ #দাতিনামাছ #মায়ামাছ #স্কুইড #লইট্টা #ফাইসা #রুই #কাতলা #কর্ণফুলীনতুনব্রিজফিশারিঘাট #চট্টগ্রাম #বাংলাদেশ
যাত্রাবাড়ী মাছের আড়ৎ (পার্ট-১) পাইকারি ও খুচরা মাছের বিশাল সমাহার
[ Ссылка ]
নারায়ণগঞ্জ মাছের আড়ৎ, পাইকারি ও খুচরা মাছের বিশাল সমাহার
[ Ссылка ]
যাত্রাবাড়ী মাছের আড়ৎ (পার্ট-১)
[ Ссылка ]
যাত্রাবাড়ী মাছের আড়ৎ (পার্ট-২)
[ Ссылка ]
শনির আখড়া মাছের বাজার
[ Ссылка ]
নারায়ণগঞ্জ মাছের আড়ৎ
[ Ссылка ]
নারায়ণগঞ্জ মাছের আড়ৎ (পার্ট-২)
[ Ссылка ]
For Business contact: aqkhanbd94@gmail
Ещё видео!