একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সে জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। ছোটবেলা থেকেই আমরা জানি মানুষের ৫টি মৌলিক চাহিদা রয়েছে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।
এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা আমাদের কেন প্রয়োজন? অনেকের উত্তর হতে পারে ভাল চাকরিবাকরির জন্য, আর্থিক নিরাপত্তার জন্য, অনেকের উত্তর হতে পারে self-confidence এর জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, অনেকের উত্তর হতে পারে দেশ ও জাতির কল্যাণের জন্য ইত্যাদি ইত্যাদি।
আবার একই প্রশ্ন যদি আমার বন্ধুকে করা হয়, তাহলে সে বলবে শুভ বিবাহের সিভিতে শিক্ষা নিয়ে একটা রিকুয়ারমেন্ট আছে ওইটা ফিল-আপ করার জন্য।
কিন্তু আসলেই শিক্ষা আমাদের কেন প্রয়োজন? শুধুই কি চাকরিবাকরি, টাকাপয়সা আর স্বপ্ন পূরণের জন্য?
আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা মানবিক ব্যক্তিসত্ত্বা তৈরি করা, যেই ব্যক্তিসত্ত্বা দিয়ে সমাজ, রাষ্ট্র, ও সেই রাষ্ট্রের মানুষের মাঝে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা যায়।
আরও সহজভাবে বললে, শিক্ষার গুরুত্ব ঠিক ততটুকুই, যতটুকু না হলে মানুষ আর পশুর মাঝে কোনো প্রার্থক্য থাকে না।
এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা আমরা কোথায় থেকে গ্রহণ করি, শুধুই কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর একাডেমিক সার্টিফিকেটধারী মডেলকে আমরা শিক্ষা বলতে পারি নাকি এই ট্রাই-এংগেল মডেলের বাইরে থেকেও শিক্ষা গ্রহণ করা যায়?
সত্যিকার অর্থে, শিক্ষার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আপনি একজন কৃষকের কাছ থেকে শিক্ষা নিতে পারেন, আপনি একজন রিক্সা-ড্রাইভারের কাছ থেকে শিক্ষা নিতে পারেন, আপনি মসজিদের ইমামের কাছ থেকে শিক্ষা নিতে পারেন, আপনি ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে শিক্ষা নিতে পারেন।
মোটাদাগে, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন রয়েছে, materialistic education and spiritual education।
materialistic education বা বস্তুবাদী শিক্ষা আমরা সাধারণত একাডেমিক্যালি গ্রহণ করে থাকি আর spiritual education বা আধ্যাত্মিক শিক্ষা আমরা মসজিদ, মাদ্রাসাগুলো থেকে গ্রহণ করি।
এখন আসুন আমাদের বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার কি হাল সেটা দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয় অবগত আছেন, সম্প্রতি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা।
Global Knowledge Index 2023 এর তথ্যমতে, বিশ্বের ১৩৩টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান ১১২তম। কেনিয়া, নেপাল, জিম্বাবুয়ে, ও ঘানার মত দেশ আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায়।
আওয়ামীলীগ সরকার ২০০৮ সালের পর থেকে যেকয়টা জিনিস কবর দিয়েছে, এর মাঝে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অন্যতম।
২০২৩ সালকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ঐতিহাসিক বছর বলে বিবেচনা করা হয় কেননা শুধুমাত্র ২০২৩ সালে বাংলাদেশের পাঠ্যবইয়ে অন্যের লেখা চুরি, ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধ বিকৃতি, অবৈজ্ঞানিক বিতর্কিত তত্ত্ব, ও মুসলিম বিদ্বেষী তথ্য সংযুক্তকরনসহ অসংখ্য বিতর্কের জন্ম দেয়।
এছাড়াও পাঠ্যবইয়ের ছাপার মান, সম্পাদনার মান ও লেখকদের লেখার মান নিয়ে যতেষ্ট প্রশ্ন উঠে, পরবর্তীতে আওয়ামীলীগের শিক্ষা মন্ত্রণালয় এইসব বই প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
বিভিন্ন বই ও অনলাইন থেকে সরাসরি অন্যের লেখা হুবহু চুরি, অনেকক্ষেত্রে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছেপে দেওয়া হয়েছে। এমনকি ভারতের একটি কোচিং সেন্টারের লেখা নকল করে ছাপা হয়েছে। অথচ এই বইয়ের সম্পাদক বিজ্ঞানী জাফর ইকবাল স্যার একজন কট্টর কোচিং সেন্টার বিরোধী লোক।
সুন্দরী রমণীদের প্রিয়নেতা সজীব ভাই একবার বলেছিলেন "কারও লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া আর কাউকে হত্যা করে তার চল্লিশাতে অংশগ্রহণ করা সমান অপরাধ।"
২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিমের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ পাওয়া যায়, ২০২৩ সালে সেই সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অপরদিকে নরওয়ের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে গবেষণা চুরির একই অভিযোগ পাওয়া যায় এবং তাৎক্ষণিক তাকে শিক্ষামন্ত্রীর পদ থেকে বাতিল করা হয়।
বাই দ্যা ওয়ে, বাংলাদেশে সাদেকা হালিমদের মত শিক্ষকদের একটা এসোসিয়েশন আছে, যাদের চেয়ারম্যান হচ্ছে বিজ্ঞানী জাফর ইকবাল স্যার।
২০২৩ সালের পাঠ্যবইয়ে মাধ্যমিক স্তরে রান্নাবান্না বিষয়ক কিছু চ্যাপ্টার সংযুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের হাতেকলমে রান্নাবান্নার প্রশিক্ষণ দেওয়া হয়। আমি রান্নাবান্না শেখার বিপক্ষে নয় কিন্তু আমি মনে করি স্কুল রান্নাবান্না শেখার জন্য উপযুক্ত জায়গা না, আর স্কুলের শিক্ষকরা যে ভাল রান্নাবান্না শেখাতে পারবে ব্যাপারটা মোটে এমন না। রান্নাবান্না শেখার জন্য সবচেয়ে ভাল শিক্ষক হচ্ছে শিক্ষার্থীদের মা।
আমি চীনে একটা লম্বা সময় ধরে আছি, চীনে ৩-৪টা কিন্টারর্গাডেনের কনসালটেন্সি আমি করতাম, তাদের ইংলিশ ক্লাসগুলো আমি ডিজাইন করে দিতাম। আমি জানি তাদের কিন্টারর্গাডেনে বাচ্চাদের কি শিখানো হয়। অবাক হলে এটাই সত্য যে, আমাদের মাধ্যমিক স্তরে যেসমস্ত রান্নাবান্না বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়, চীনে কিন্টারর্গাডেনের বাচ্চাদের সেই একই প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তফাতটা হচ্ছে মাধ্যমিক এন্ড কিন্টারর্গাডেন।
যেমনটা ম্যান্ডেলা বলছিলেন, "Destroying any nation does not require the use of atomic bombs or the use of long range missiles. It only requires lowering the quality of education"
Channel: Travel with Papel
Host: MD Sazibur Rahman Sajib (Papel)
Location: Shaanxi, China | 陕西, 中国
Page: [ Ссылка ]
♦️ CONNECT ME ON SOCIAL MEDIA ♦️
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Twitter: [ Ссылка ]
LinkedIn: [ Ссылка ]
Keyword:
Education in Bangladesh, শিক্ষাব্যবস্থা ধ্বংস,
Ещё видео!