E-Passport Super Express Delivery in 2 days | মাত্র ২ দিনে ই-পাসপোর্ট পাবেন যেভাবে
#অতীব_জরুরী_পাসপোর্ট সেবা কি?
কিছু ক্ষেত্রে নাগরিকদের অতীব জরুরী (খুব কম সময়ের মধ্যে) পাসপোর্ট প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট শর্ত ও ফি পরিশোধ সাপেক্ষে অতীব জরুরী পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন।
অতীব জরুরী পাসপোর্ট ডেলিভারি কত দিনে পাওয়া যাবে ?
অতীব জরুরী পাসপোর্ট ২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।
অতীব জরুরী পাসপোর্ট এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
বাংলাদেশি যে কোন নাগরিক আবেদন করতে পারবেন। নতুন অতীব জরুরী ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনুকূল প্রাক-পুলিশ প্রতিবেদন প্রয়োজন হবে। তবে ২০১০ সাল থেকে ইস্যুকৃত এমআরপি(MRP) ব্যবহারকারী পূর্বের স্থায়ী ঠিকানার তথ্য অপরিবর্তনীয় রেখে আবেদন করলে পুলিশ তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে না। প্রাক-পুলিশ প্রতিবেদন সম্পর্কে জানতে ক্লিক করুণ ‘এখানে’।
অতীব জরুরী পাসপোর্ট সেবাটির জন্য কোথায় আবেদন করতে হবে ?
বাংলাদেশের যেকোনো বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করা যাবে। এই সেবাটি বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অতীব জরুরী পাসপোর্ট প্রদান/ডেলিভারি প্রক্রিয়া কি ?
শুধুমাত্র আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে অতীব জরুরী পাসপোর্ট বিতরণ করা হবে।
ঠিকানা :
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ভবন নং - ২
ই-৭, শের-ই-বাংলা নগর, আগারগাওঁ, ঢাকা-১২০৭।
যোগাযোগঃ +৮৮০২-৮১২৩৭৮৮ ।
বি.দ্রঃ বর্তমানে অতীব জরুরী (Super Express) সেবাটি শুধুমাত্র এমআরপি (MRP) পাসপোর্ট ধারীগণের স্থায়ী ঠিকানা অপরিবর্তিত রেখে ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে চালু আছে। উক্ত সেবাটির আবেদন সকল অফিসে করা গেলেও পাসপোর্ট বুকলেট টি আগারগাওঁ অফিস(উল্লেখিত ঠিকানা ) থেকে সংগ্রহ করতে হবে।
►ই পাসপোর্ট ওয়েবসাইট লিংক:- [ Ссылка ]
►ই-পাসপোর্টের আবেদন ও ফি জমা দেওয়ার পদ্ধতি:- [ Ссылка ]
►ই-পাসপোর্টের ফি, মেয়াদ কারা কারা পাবে এই পাসপোর্ট এসব বিষয়ে জানতে এই লিংকে ক্লিক করুন:- [ Ссылка ]
►ই-পাসপোর্ট সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন :- [ Ссылка ]
**********LIKE || COMMENT || SHARE **********
►Join Our Facebook group
[ Ссылка ]
►Like Our Facebook Page From Here...
[ Ссылка ]
Ещё видео!