নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিমে বঙ্গপসাগরের কোলে জেগে উঠা সবুজ প্রকৃতির মায়াবী এক ভূখন্ডের নাম নিঝুম দ্বীপ। বর্তমানে নিঝুম দ্বীপ খুব পরিচিত ভ্রমণ স্থান। দ্বীপটি মূলত বেশ কিছু চরের সমষ্টি। এর মাঝে বয়ে চলেছে নদী আর খাল, একদিকে ম্যানগ্রোভ বন ও অন্যদিকে বিস্তীর্ণ বালুরাশির এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময়, অন্যদিকে পর্যটনের জন্য বড় একটি সম্ভাবনাময় জায়গা এই দ্বীপ।
নিঝুম দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশ জুড়ে রয়েছে এক বিস্তৃত সমুদ্র সৈকত। এদিক থেকে বিবেচনা করলে নিঝুম দ্বীপ সুন্দরবন, কক্সবাজার, রাঙামাটি ও কুয়াকাটা র মতো একটি মনোরম পর্যটনকেন্দ্র হতে পারে। যাতায়াতব্যবস্থার উন্নয়ন, বিনোদনসহ নিরাপত্তার সুব্যবস্থা থাকলে দ্বীপে পর্যটক-সমাগম বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সময়ের সঙ্গে বাড়তে বাড়তে আজ বিশাল এক ভূখন্ডে পরিণত হয়েছে এবং ক্রমান্বয়ে বাড়তে থাকা এ দ্বীপ বাংলাদেশের মানচিত্রে বেশ ভালোই প্রভাব ফেলবে বলে আশা করা যায়। নিঝুম দ্বীপ নিয়েই আমাদের আজকের আয়োজন, জানানোর চেষ্টা করব নিঝুম দ্বীপ নিয়ে সরকারের সকল পরিকল্পনা জানানোর চেষ্টা করবো নিঝুম দ্বীপ বাংলাদেশের জন্যে কেন এতটা গুরুত্বপূর্ন হয়ে উঠলো? তা জানাবো আজকের এই ভিডিওতে
Ещё видео!