Part 2 ছানা থেকে শুরু করে শক্তিগড়ের মিষ্টির দোকানের ল্যাংচা মিষ্টির গোপন রহস্য ফাঁস |No fail
#ল্যাংচা #Misti_recipe#শক্তিগড়েরল্যাংচারেসিপি #chandrimakitchen
শক্তিগড়ের ল্যাংচা রেসিপি । famous Bengali Lancer sweet.ল্যাংচা এক ধরনের রসের মিষ্টি। বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত। আর আমি বর্ধমানের আসল ল্যাংচা রেসিপি টা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি বর্ধমানের কারিগরের কাছ থেকেই এই ল্যাংচা বানানো শিখেছি। আমি সব সময় চেষ্টা করি মিষ্টি দোকানে কিভাবে মিষ্টি তৈরি করা হয় সেই দিতে। যাতে আমার রেসিপি দেখে আপনারা হুবহু দোকানের মত আসল মিষ্টি বানাতে পারেন। তবে আমি মিষ্টির কয়েকটা দোকান দেখেছি। একেক দোকানে উপকরণের একটু পার্থক্য আছে। সামান্য পার্থক্য। আমি প্রতিটি মিষ্টির দোকানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে যে রেসিপিটা আমার কাছে বেশি ভালো লেগেছে খেতে বেশি টেস্টি লেগেছে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ল্যাংচা রেসিপি গুঁড়ো দুধ দিয়েও তৈরি করা যায়। গুড়ো দুধের ল্যাংচা মিষ্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দের আপু Aysha Siddiqa। আপুর লোভনীয় রেসিপিগুলো একদম মন কেড়ে নেয়। আজকের রেসিপি আমি ছানা থেকে শুরু করে একদম মিষ্টি বানিয়ে দেখে দেখিয়েছি। আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে খুব সহজেই বর্ধমান শক্তিগড়ের দোকানের মত ল্যাংচা মিষ্টি তৈরি করতে পারবেন ।
@ayshasrecipe
Ещё видео!