আজকের ভিডিওটি খুবই স্পেশাল।
খুলনা থেকে মাত্র তিন ঘন্টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর পর্যন্ত যেতে পারবেন ট্রেনের মাধ্যমে।
তাই দেখিয়েছি আজকের ভিডিওতে।
আজকে যাত্রা করেছি আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) ট্রেনে এই ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে তার রেক শেয়ার করে।
২৪/১২/২০২৪ তারিখে এই ট্রেনটি প্রথমবারের মতো যাত্রা শুরু করে খুলনা থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত নড়াইল কাশিয়ানী ভাঙ্গা হয়ে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
এই ট্রেনটি সকাল ছয়টা বাজে সপ্তাহে ছয় দিন খুলনা থেকে ছেড়ে যাই।
এই ট্রেনটির বন্ধের দিন সোমবার সকল স্টেশন থেকে।
এ ট্রেনটির ভাড়া নিচে দেয়া হল:
1. নন এসি শোভন চেয়ার : ৪৪৫ টাকা
2. এসি স্নিগ্ধা চেয়ার : ৮৫১ টাকা
3. এসি সিট : ১০১৮ টাকা
উল্লেখ্য যাত্রার স্থান ও দুরত্ব অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। বিশেষ দ্রষ্টব্য অনলাইন থেকে টিকিট ক্রয় করলে সাথে ২০ টাকা ভ্যাট যুক্ত হবে
#jahanabad
#ah_bondhon
#bangladeshvlog
#bangladeshvlog
#new_vlog
#indianrailways
#bangladeshvlog
আমাদের ফেসবুক পেজ : [ Ссылка ]
আমাদের tiktok প্রোফাইল : [ Ссылка ]
*আমাদের অন্যান্য ভিডিও সমূহ :
1. বাসে করে খুলনা থেকে ঢাকা : [ Ссылка ]
2. ফুলের রাজ্য গদখালী ভ্রমণ : [ Ссылка ]
3. ২৬০ টাকায় খুলনা থেকে ঢাকা নকশীকাঁথা কমিউটার ট্রেনে : [ Ссылка ]
4. চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে কোটচাঁদপুর : [ Ссылка ]
5. খুলনা থেকে মোংলা ভ্রমণ ট্রেনে করে : [ Ссылка ]
6. সুন্দরবনের হাড়বাড়িয়া ভ্রমণ : [ Ссылка ]
7. ট্রেনে করে খুলনা থেকে বেনাপোল : [ Ссылка ]
8. সাগরদাঁড়ি এক্সপ্রেসে খুলনা থেকে রাজশাহী : [ Ссылка ]
9. চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে যশোর ভ্রমণ : [ Ссылка ]
-----------------------------------------------
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
Credits to music used in my videos:
1.
Song: Silverman Sound Studios - The Medieval Banquet
License: Creative Commons (CC BY 3.0) [ Ссылка ]
[ Ссылка ]
Music powered by BreakingCopyright: [ Ссылка ]
Ещё видео!