বাংলাদেশের গ্রাম এলাকায় প্রায় প্রতিটি পরিবার দেশী মুরগি পালন করে থাকে। এদের উৎপাদন ক্ষমতা বিদেশী মুরগির চেয়ে কম। উৎপাদন ব্যয়ও অতি নগণ্য। এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এদের মাংস ও ডিমের মূল্য বিদেশী মুরগীর তুলনায় দ্বিগুণ, এর চাহিদাও খুবই বেশী। দেশী মুরগির মৃত্যুহার বাচ্চা বয়সে অধিক এবং অপুষ্টিজনিত কারনে উৎপাদন আশানুরূপ নয়। বাচ্চা বয়সে দেশী মোরগ-মুরগির মৃত্যুহার কমিয়ে এনে সম্পূরক খাদ্যের ব্যবস্থা করলে দেশী মুরগি থেকে অধিক ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব।
আয় বৃদ্ধি ও পারিবারিক পুষ্টির নিশ্চয়তা বিধানে দেশী মুরগী প্রতিপালন বিশেষ অবদান রাখতে পারে । আমরা সবাই বলে থাকি দেশী মুরগির উৎপাদন কম কিন্তু বিভিন্ন পর্যায়ে বিশেষ লক্ষ্য এবং ব্যবস্থা গ্রহণ করে দেশী মুরগীর উৎপাদন দ্বিগুনের ও বেশী পাওয়া সম্ভব।
#১_মাসের_দেশি_মুরগির_বাচ্চা
#দেশি_মুরগি
#Banglarkhamar
বাংলার খামার
নামঃরাসেল রানা
ঠিকানাঃ এলেংগা,কালিহাতি, টাংগাইল
যোগাযোগ ঃ01738920005
কম দামে মুরগির পানির পাত্র খাবারের পাত্র কিনুন
Теги
বিদ্যুৎ চলে গেলে কি ভাবে ব্রুডিং করবেনchickenbloganimalsbanglar khamardeahi murgirasel rana1 din er dashi murgir bacchadeshi murgitangailTurkeyideabestটার্কিপালনছাগলবিক্রিবাচ্চাদেশিমুরগিগরুউটনতুনখামারস্থাপনআইডিয়াdesi murgi palonদেশি মুরগি পালনইন্ডিয়া তে দেশি মুরগি পালনDesi murgir bacchaSonali murgir bacchaMurgir bacchaPoor desi murgiদেশি মুরগির বাচ্চামুরগির বাচ্চাসোনালী মুরগির বাচ্চাপিওর দেশি মুরগির বাচ্চা