Lyrics
____________
যদি মনে করো ধূসর দিন,আমি জল মাটি মেখে আদিম,
বুকে নিঃশ্বাস, ঠোঁটে বিস্বাস তোমায় দিলাম...
খয়েরি অভিমান রাংতা মোড়া,জল ভেজা চোখ স্বজনহারা,
রাত জাগা ফোনে আদুরে সফর , তোমায় দিলাম...
তোমায় দিলাম, ভেজা ছাতায় একশো কদম,
তোমায় দিলাম, মৃত কবিতা কয়েক যোজন,
তোমায় দিলাম, পঁচিশে নীলচে মোম...
যত মান অভিমান পড়ে থাক পড়ে,
কিছু চেনা পিছুটান হোক সজোরে,
বহুদিন কাব্যহীন স্মৃতির পাঁজরে,
ঝরে পড়ুক তারা নভেম্বরে,
কত কত পথ একসাথে যাবে সাঁতরে,
হাতড়ে ফিরবো ভিড় লোকাল ট্রেন-বাস,
শরীর-শরীর কানায়-কানায় মিশে যায়,
সালাম ঠোকে নতজানু দীর্ঘশ্বাস।
ভাব যদি হয় এরকম,তুমি ভেবেছিলে ঠিক যেরকম,
মুঠো ভরা শিউলি সকাল তোমায় দিলাম,
পরে পাওয়া চৌদ্দ আনা, কেউ আজ করেনি মানা
বুক জোড়া এক মহাকাশ আলো দিলাম,
তোমায় দিলাম এ শহরের আধখানা কোণ,
তোমায় দিলাম ফুলে ফুলে ঘটা বিস্ফোরণ,
তোমায় দিলাম পঁচিশে নীলচে মোম।।
Lyrics,Composition,Vocal,Edit: SAYAN SEN
Guitar : ARNAB SARKAR
____________________________________________________________________________________
Follow our Facebook page at given link below to catch us:
[ Ссылка ]
And stay tuned with us. If you like our song then hit the subscribe button and click on the bell icon to get further updates. Like , Share and tell your dear one's to do so and REPEAT. 😀
@KHEPCHURIUS'18
Ещё видео!