Song Name : 12 BHATARI PAKHI ( ১২ ভাতারি পাখি)
Artist : Salman Sheik
Lyrisist: Salman Sheik
Music & Tune : Salman Sheik
Label : Salman Sheik
Digital Partner: MKEHO Musik( Believe Music)
_আদরের পাখি আমার দিছি তারে মুক্তি
উইরা যাওয়ার মতো তাহার ছিলো না শক্তি
দিন শেষে কত ভাবে দিছি তারে খাবার
সেই খাবার পাইয়া পাখি দিয়ে দিছে ওরাল
লোকের মুখে শুনি আমার পাখি গেছে হারাইয়া
নিতে চাইয়াও কত জনে হাত নিছে গুটাইয়া
পাখির যে স্বভাব তা ভালো কারো লাগে নাই
সবাই তারে Use কইরা পাশে আর রাখে নাই
১২ জাগায় মারা খাইয়া এখন পাখি কান্দে
নতুন কাউরে এখন আবার নতুন মায়ায় বান্ধে
পাখি আমার ক্ষনে ক্ষনে দেখার তার রুপ
তার লিলা খেলা দেইখা আমি হয়া গেছি চুপ
১২ খাচার পাখি আমার ১২ জায়গায় যায়
১২ খাচায় থাকতে যাইয়া কোথাও ঠাই নাই ২
এই পাখি আমার কত চালাক কেমনে আমি বুঝি
আর এমন ভাবে থাকতো যেন খায় সে সুঝি
সে আমার চখে চখ রাইখা অন্য কাউরে দেখতো
আমার বুকে মাথা রাইখা অন্য কাউরে ভাবতো
চখের সামনে বেইমানি কেমনে করলো সে
তার মায়া দয়া নাই জিবন ১২ টা বাজাইছে
দেখতে বুলাভালা মনে অহংকারে ভরা
কত জায়গায় কত ভাবে খাইছে সে দরা
যে জায়গায় দরা খাইছে ওই জায়গার নেতারে
প্রেমের ফাদে ফালাইয়া কাবু করছে হেতেরে
দিন শেষে কত জনের জিবন করলো শেষ
সে নাকি ভার্জিন বলে শেষমেশ 😅
১২ খাচার পাখি আমার ১২ জায়গায় যায়
১২ খাচায় থাকতে যাইয়া কোথাও ঠাই নাই ২
আরে পাখি আমার ভার্জিন সবাইরে কয়
তার মনের মাঝে কত শত ভাতার রা রয়
কই যায় কি করে নাই তার ঠিক
খোজ নিয়া দেখি তার নষ্ট অতিত
ভুলে আমি মরা শামুকে পা দিছি ফালাইয়া
মাঝে মাঝে মরি আমি কাতরায়া কাতরায়া
সামনে একটু আগাইয়া ফিরা আইছি আবার
এমন নষ্ট মানুষ দরকার নাইআমার
যত টুক আগাইছি এটাই আমার ভুল
দিন শেষে দিছি সেই ভুলেরি মাসুল
তার রাস্তায় সে চলে আমার মত আমি
সামনে আইবো ভালো দিন ইনশাআল্লাহ জানি
Recently Uploads :
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Copyright Warning
===================
This content is Copyright to Salman Sheik. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! All rights reserved by Salman Sheik.This Visual and Audio Element is Copyrighted Content of Salman Sheik. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
Ещё видео!