শিল্পী : বাবলি সরকার
কথা ও সুর : সাধক শেখ মোফাজ্জল হোসেন
সঙ্গীত : মনির হোসেন
ভিডিও পরিচালক : উষান বকুল
চিত্র গ্রহন : যুবরাজ,হাবিব ও বকুল l
Lyric :
ওরে সাইকেল ওয়ালা আমার মনেতে
বৌ সাজাইয়া নিলে না তোর বাড়িতে
ও প্যাডেল মারি মারি
প্যাডেল মারি মারি মারি মারি স্কুলে যাইতে
ওরে আমারে দেখিয়া রাস্তায় বেল বাজাইতে
প্যাডেল মারি মারি মারি মারি স্কুলে যাইতে
রাইত জাগিয়া লিখতে চিঠি তরে আমি চাইরে চাই
এই জীবনে পাইনা যদি যাইবার আমার জায়গা নাই
আমি ভাবিয়া না পাই তোরে কে দিলোরে ঠাই
কোন সুন্দরীর পড়লেরে তুই পিরিতে
দেখিনারে কত বছর তুই থাকিলে ঢাকাতে
বছরের পর বছর যায় বছরের ও চাকাতে
আমার মনের তুলিতে কত দিনে রাইতে
তোর ছবিটা থাকি আজও আঁকিতে
বাল্য প্রেমে মন মজাইয়া তুই বন্ধু রইলি দুরে
মোফাজ্জল কয় মন মানেনা
কোন দিন জানি যাই মরে
আমার বিদায় বেলাতে তুই আইবেনি দেখিতে
ওরে শুয়াইয়া রাখবেনিরে তোর দুই হাতে l
Ещё видео!