Sajek Valley Tour | Khagrachari to Sajek | খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি ভ্রমণের সকল তথ্য | ভ্রমণ গাইড
Let's Go with Abdullah
সাজেক ভ্যালি যেতে হলে প্রথমেই আসতে হবে খাগড়াছড়ি জেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাবে সাজেক আসা যায়। ঢাকা থেকে শ্যামলী, হানিফ, সৌদিয়া, সেন্টমার্টিন পরিবহন, এস আলম, বিআরটিসি ইত্যাদি বিভিন্ন পরিবহন কোম্পানির
এসি/নন এসি বাস খাগড়াছড়ি আসে। এসি বাস ভাড়া ১২০০, নন এসি বাস ভাড়া ৫২০। তবে শান্তি পরিবহন দিঘীনালা পর্যন্ত আসে, ভাড়া ৫৮০ টাকা। দিঘীনালা থেকে বাঘাইহাট হয়ে সাজেক যেতে হয়। বাঘাইহাট আর্মি এবং পুলিশ ক্যাম্প থেকে অনুমতি নেয়া লাগে। এটি নেয়া বাধ্যতামূলক। পথে পরবে কাসালং ব্রিজ, টাইগার টিলা আর্মি ক্যাম্প, মাসালং বাজার। বাজার পার হলেই পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া। এই গ্রামের উচ্চতা প্রায় ১৮০০ ফুট। রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক।
সেনাবাহিনীর এসকোর্ট কখন শুরু হয়
দীঘিনালা থেকে সেনাবাহিনীর এসকোর্ট শুরু হয়। প্রতিদিন ২ টি এসকোর্ট পরিচালনা করা হয়। প্রথম এসকোর্ট সকাল ১০ টায়, দ্বিতীয় এসকোর্ট বিকাল ২ টায়। একই ভাবে সাজেক থেকে প্রথম এসকোর্ট সকাল ১০ টায়, দ্বিতীয় এসকোর্ট বিকাল ২ টায়। আপনাকে এই এসকোর্ট এর সাথেই যেতে আসতে হবে। মিস করলে ওই দিন থেকে পরের দিন আবার ধরতে হবে।
সাজেক রিসোর্ট (Sajek Resort)
বাংলাদেশ সেনাবাহিনী এটি পরিচালনা করে। ভাড়া ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা। খাবারে ব্যবস্থা আছে। সেনাবাহিনিতে কর্মরত বা প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের জন্যে ডিসকাউন্ট এর ব্যবস্থা আছে।
ফোন: ০১৮৫৯-০২৫৬৯৪, ০১৮৪৭-০৭০৩৯৫, ০১৭৬৯-৩০২৩৭০
রুন্ময় রিসোর্ট (Runmoy Resort)
এই রিসোর্টে মোট ৫ টি রুম আছে। নিচ তলায় আছে ৩ টি রুম। রুম ভাড়া ৪,৪৫০ টাকা। প্রতি রুমে ২ জন থাকা যায়। ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড নেয়া যায়। উপরের তলায় আছে ২ টি রুম। রুম ভাড়া ৪,৯৫০ টাকা। প্রতি রুমে ২ জন থাকা যায়। এখানে ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড নিতে পারেন। ফোন: ০১৮৬৫৪৭৬৮৮
Sajek Classic Resort | সাজেক ক্ল্যাসিক রিসোর্ট | দ্বিতীয় পর্ব | ২০২০
Let's Go with Abdullah । চল যাই আবদুল্লাহর সাথে
সাজেকের হাতেগুনা রিসোর্টগুলোর মধ্যে প্রথম সারির রিসোর্ট "সাজেক ক্লাসিক রিসোর্ট | রুইলুই পাড়ায় ঢুকতেই হাতের ডানদিকে উঁচুতে প্রথমেই চোখে পড়বে এই রিসোর্টটি | এখানে দোলনায় দুলতে দুলতে মেঘের স্পর্শ অনুভব করা এবং বোনাস হিসেবে পাবেন ঝিঝি পোকার ডাক | খুব সুন্দর পরিপাটি এবং প্রশস্থ জায়গায় করা হয়েছে রিসোর্টটি |
►► কটেজ / রিসোর্ট ভাড়া কেমন :
Sajek Classic Resorts / সাজেক ক্লাসিক রিসোর্ট -
ইমাম ভাই- ০১৮১৫৪৫৮২১৩ (01815458213)
সোহেল - ০১৮২৩৭৪১৯৪০ (01823741940)
রুম ভাড়া : ৪০০০/৫০০০ টাকা ডাবল বেড রুম (৪ জনের জন্য) শুক্র ও শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যাতিত গেলে ৩৫০০ টাকা |
✅ ১০% ডিসকাউন্ট এ সারাবছর রিসোর্ট এবং রেস্টুরেন্টের বিস্তারিত:
► Resort Facebook page: [ Ссылка ]
► Call for booking: +8801647-514419
►Location: Rui Lui Para, Sajek 4590 Rangamati, Chittagong Division, Bangladesh
✅ Video for 10% discount Resort
✅ চাঁদের গাড়ির ফোন নাম্বার -- বেলাল 01875611586 / রবিউল -- 01531579170
--------------------------------------------------
সম্পূর্ণ ভিডিওটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন -
1. Sajek Tour | মেঘের রাজ্য সাজেক ভ্যালি | Sajek Valley Travel Guide - [ Ссылка ]
2. Sajek Classic Resort | সাজেক ক্ল্যাসিক রিসোর্ট | দ্বিতীয় পর্ব | ২০২০ - [ Ссылка ]
--------------------------------------------------
1. Ratargul Swamp Forest । রাতারগুল জলাবন । Sylhet । Episode 02 - [ Ссылка ]
2. যেভাবে যাবেন কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন, ইটনা এবং অষ্টগ্রাম । Mithamoin । Kishoreganj । Astogram - [ Ссылка ]
3. India Tour । Jaipur । জয়পুর ভ্রমণ গাইড - [ Ссылка ]
4. India Tour । Ajmer tour । আজমীর ভ্রমণ গাইড - [ Ссылка ]
5. How to tie jaisalmeri turban । জয়সালমেরি পাগড়ি বাধার পদ্ধতি - [ Ссылка ]
6. India Tour । Delhi । 13th Batch । Faculty of Fine Arts - [ Ссылка ]
--------------------------------------------------
#Sajek #sajekValleyTour #sajekValley #sajekClassicResort
Sajek Valley Tour | Khagrachari to Sajek | খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি ভ্রমণের সকল তথ্য | ভ্রমণ গাইড, sajek valley tour details, sajek valley tour, khagrachari to sajek valley distance, sajek valley tour cost, সাজেক ভ্যালি, sajek tour guide, sajek valley, sajek, sajek valley, sajek travel guide, sajek tour, sajek resort, sajek resort price, sajek tour cost, সাজেক,সাজেক ভ্যালি, সাজেক ভ্রমণ, ভ্রমণ গাইড, সাজেক রিসোর্ট, সাজেক ভ্রমণ খরচ, sajek tour plan, dhaka to sajek, sajek tour low cost, sajek bangladesh, সাজেক কিভাবে যাব, সাজেক ভ্যালি দর্শনীয় স্থান
Ещё видео!