#Maverick_Mithun (M Square)
Agartala tourist places | Neermahal | Heritage park | Tea garden | আগরতলার দর্শনীয় স্থান | ২য় পর্ব
৫ মে শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমরা হোটেল পরিবর্তন করি । সারদা হোটেলের কাছেই হোটেল রাঙ্গামাটির চার তলায় ৪০৮ নম্বর রুম ১৮০০ রুপিতে একটি এসি রুম ভাড়া নেই। সকালের নাস্তার পর বেরিয়ে পড়ি আগরতলার দর্শনীয় স্থান সমূহ এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা যাই চা বাগান। এরপর যাই সিপাহীজলা জুওলজিক্যাল পার্কে। কিন্তু শুক্রবার থাকায় পার্ক বন্ধ থাকে। তারপর আমাদের গন্তব্য নীরমহল। নীরমহল দেখা শেষ করে আমরা যাই হেরিটেজ পার্কে। দ্বিতীয় দিনের খরচের হিসাব নিচে দেওয়া থাকলো চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন।
২য় দিন (০৫/০৫/২৩) রুপি
৫ তারিখের হোটেল ভাড়া - ১৮০০/-
সকালের নাস্তা - ৪০০/-
পানির বোতল - ২০/-
ট্যাক্সি ভাড়া - ২৪০০/-
কোক ক্যান ৪টা - ১২০/-
নীরমহল ঘাট নৌকাভাড়া - ১৫০/-
নীরমহল টিকিট - ৯০/-
হেরিটেজ পার্ক টিকিট ৩০/-
দুপুরের খাবার - ১০০০/-
Ujjaontta palace অটো ভাড়া ৩০/-
উজ্জয়ন্ত প্যালেস টু বিশাল মার্কেট - ৪০/-
বিশাল মার্কেট টু উজ্জয়ন্ত প্যালেস চশমা খুজা - ৬০/-
মোমো - ১০০/-
পানি ২ লিটার - ৩০/-
রাতের খাবার - ৫৮০/-
-------------------------------------------------------------------
মোট = ৬৮৫০÷৩ = ২২৮৩.৩৩ রুপি (জনপ্রতি)
Debojit Ghos Dada Driver Agartala
[Mobile] +918119025911
নীরমহল
নীরমহল যার অর্থ “পানি প্রাসাদ” । এটি ১৯৩০ সালে রুদ্রসাগর হ্রদের মধ্যবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কর্তৃক নির্মিত একটি রাজকীয় প্রাসাদ এবং এটি ১৯৩৮ সালে সম্পন্ন হয়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৩ কিলোমিটার দূরে মেলাঘরে এটি অবস্থিত। প্রাসাদটি রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত এবং এতে হিন্দু ও মুসলিম স্থাপত্য শৈলীর সমাহার লক্ষ্য করা যায় ।
এই প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় এবং পূর্ব ভারতে একমাত্র। ভারতে শুধু দুটি জল প্রাসাদ আছে অন্য আরেকটি রাজস্থান রাজ্যের জল মহল।
ত্রিপুরার ‘হ্রদ প্রাসাদ’ হিসাবে পরিচিত, নির-মহল একটি গ্রীষ্মকালীন আবাসস্থল হিসাবে নির্মিত হয়েছিল। সুন্দর রুদ্রসাগর হ্রদে প্রাসাদ নির্মাণের জন্য মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের ধারণা ছিল এবং ১৯২১ সালে তিনি তাঁর জন্য প্রাসাদ নির্মাণের জন্য ব্রিটিশ কোম্পানি মার্টিন ও বার্নসকে স্বীকৃতি দেন। কাজটি সম্পন্ন করার জন্য কোম্পানিটি নয় বছর সময় নেয়। মহারাজা বীর বিক্রম মানিকিয়া বাহাদুর ‘মানিক্য রাজবংশের’ ছিলেন।
প্রাসাদ হল মহারাজা এর মহান শৈল্পিক মন এবং হিন্দু এবং মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির মিশ্রণের চিত্তাকর্ষক ধারণা।
প্রাসাদ দুটি ভাগে ভাগ করা হয়। প্রাসাদটির পশ্চিমাঞ্চল অন্দর মহল নামে পরিচিত। এটা রাজকীয় পরিবার জন্য তৈরি করা হয়েছিল। যেখানে নাটক, থিয়েটার, নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মহারাজা এবং তাদের রাজকীয় পরিবারের আনন্দ উপভোগের জন্য সংগঠিত হয়। প্রাসাদে মোট ২৪ টি কক্ষ রয়েছে।
রুদ্রসাগর লেকের পানিতে অবতরণে নীরমহল দুটি স্টারওয়েজ ঢুকিয়েছে। ‘রাজঘাট’ থেকে হাতে চালানো নৌকা দিয়ে মহারাজ প্রাসাদে যেতেন।
হেরিটেজ পার্ক
হেরিটেজ পার্কে ত্রিপুরা রাজ্যের সমস্ত ঐতিহাসিক স্থাপনা মিনিয়েচার করে রাখা হয়েছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের আটটি জেলাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
আগরতলার প্রাণকেন্দ্রে কুঞ্জবন এলাকায় ৬ হেক্টর জায়গার উপরে এই উদ্যান অবস্থিত। নান্দনিক উপস্থাপনা ও শৈল্পিক শৈলীতে সাজানো পার্কে আসা দর্শনার্থীদের মনকে আন্দোলিত করে।
এখানে মিনিয়েচার করে রাখা হয়েছে পিলাক, ছবিমুরা, ত্রিপুরেশ্বরী মন্দির, নীরমহল, উজ্জয়ন্ত প্রাসাদ, চর্তুদশ দেবতা মন্দির, ঊনকোটি ও ঐতিহাসিক আগরতলা রেল স্টেশন।
টিকিট কেটে ভেতরে ঢুকলেই দেখতে পারেন আগরগাছ। আগরগাছের আধিক্যের কারণেই শহরটির নাম রাখা হয় আগরতলা। এখানে রয়েছে তিন শতাধিক প্রজাতির উদ্ভিদ। এক নজরে পুরো ত্রিপুরা জেলাকে একটি ম্যাপের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই পার্ক খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। ১২ বছরের নিচে শিশুদের প্রবেশমূল্য ফ্রি। তবে ভিডিও বা প্রফেশনাল ক্যামেরা নিয়ে গেলে গুণতে হবে বাড়তি চার্জ। ২৫ পয়সা মূল্যে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মর্নিং ওয়ার্কের জন্য পার্কে প্রবেশ করা যায়।
Top tourist attraction in Agartala. Agartala Tripura. Agartala tour. Tripura tourism, Agartala city tour. Neermahol Tripura. Heritage park Agartala. tourist attraction in Agartala. top places in Agartala. Agartala one day tour. tea garden in Agartala. water place. আগরতলা দর্শনীয় স্থান। আগরতলা শহর । আগরতলা ভ্রমণ । আগরতলা হোটেল ভাড়া । আগরতলার কোথায় কিভাবে ঘুরবেন । আগরতলার দর্শনীয় স্থানের টিকিট ভাড়া ।
Email: maverick.mithun@gmail.com
Facebook: [ Ссылка ]
Facebook Page: [ Ссылка ]
Instagram: [ Ссылка ] /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.
Ещё видео!