সীতাকুণ্ড-মিরসরাইয়ের আন্ধার মানিক সোনাইছড়ির গিরিপথে! | সোনাইছড়ি ট্রেইল | Sonaichori Trail
জনমানবহীন বিশাল সব বোল্ডার, আঁধার ঘেরা বাদুইজ্জা কুম এর প্রথম চার কিলোমিটারের আকর্ষণ। এরপর কিছুদূর পাহাড়ি পথের পর আবারও একটানা ঝিরি পথ ধরে চলা। এপথের সাথে আন্ধারমানিক শব্দটি খুব যায়, এ পথে তেমন কোনও জনমানবের চিহ্ন পাওয়া যায় না
দীর্ঘ এ ঝিরিপথ রয়েছে বৃক্ষরাজির আধিক্য।
ভরদুপুর বেলায়ও সূর্যের আলো পৌঁছায় খুব ক্ষীণ। এ সকল কিছুই সোনাইছড়ির আকর্ষণ।
হাদি ফকিরহাটের ওয়াহিদপুর থেকে শুরু হয়ে শেষ এ ট্রেইল শেষ হয়েছে ফটিকছড়ির ত্রিপুরাপাড়ায়। প্রায় বারো কিলোমিটার দীর্ঘ এ ট্রেইল মূলত জনমানবহীন।
সোনাইছড়ির সম্পর্কে অনেকে বলেন এই ট্রেইলটি 28 কিলোমিটার লম্বা, মূলত এখানে ঝর্ণা থেকে প্রবাহিত ঝিরিটি লোকালয়ে গিয়ে ফটিকছড়িতে নদীর সাথে মিশেছে, একারনে বলা হয় যে এর দৈর্ঘ্য 28 কিলোমিটারের মতো।
-------------------------------------------------------------------
Music used in this vlog
Track:
Wanderlust — CRASTEL [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: [ Ссылка ]
Free Download / Stream: [ Ссылка ] সোনাইছড়ি ট্রেইল
Ещё видео!