Hello Everyone. In this video i have shared some effective Tips to improve Handwriting in 10 Minutes.
Buy the microphone I use to record: [ Ссылка ]
আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট এ লিখেছেন যে কিভাবে খুব কম সময়ে সহজেই হাতের লেখা সুন্দর করা যায়? তো সেজন্যই আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে হাতের লেখা সুন্দর করার জন্য খুবই Easy & Effective কিছু special Secret tips share করব।
Num 1: Modify all bad Alphabets
সাধারণত maximum ক্ষেত্রেই অল্প কিছু অক্ষরের জন্যই আমাদের হাতের লেখা খারাপ হয়। তাই সবার প্রথমেই আপনাকে সেই সমস্ত অক্ষরগুলোকে খুজে বের করতে হবে যেগুলোর জন্য আপনার হাতের লেখা খারাপ দেখায়। এজন্য আপনি আপনার হাতের লেখার সাভাবিক speed এ যেকোনো একটি passage লিখুন। আর তারপর সেখান থেকে দেখতে খারাপ এমন Alphabet গুলোকে mark করুন। এবার নতুন একটি ফ্রেশ পেজ নিয়ে সেখানে ওই Alphabet গুলোকে সুন্দর করে লেখার জন্য try করুন। এরপর slow speed এ এভাবেই পরপর ৯-১০ বার লিখুন। এরপর সেগুলোকে normal speed এ লেখার try করুন। দেখবেন অক্ষরগুলো আগের তুলনায় অনেকটাই better দেখাচ্ছে। এভাবে অল্প কিছুদিন regular practice করলে আপনার হাতের লেখা অবশ্যই আগের চাইতে সুন্দর হবে।
Num 2: Write Alphabets in perfect size
হাতের লেখা খারাপ দেখার আরেকটি কারন হলো লেখার সময় অক্ষরগুলোকে সঠিক সাইজে না লেখা। অর্থাৎ আপনি যদি নিজের ইচ্ছামত কোনো অক্ষর বড় লেখেন & কোনোটি ছোট লেখেন তবে সেটি দেখতে কখনোই ভালো লাগবেনা। একটু মনে করে দেখুন ছোটোবেলায় আমরা কিন্তু সবাই হাতের লেখার খাতা use করেছি। সেখানে English খাতায় প্রতিটা লাইন লেখার জন্য ৩ টা করে ঘর থাকতো। Capital letter লেখার জন্য আমাদেরকে উপরের & মাঝখানের ঘর মিলিয়ে লিখতে হতো। আর small letter লেখার জন্য মাঝখানের ঘর & নিচের ঘরে লিখতে হতো। আর
সেইজন্য হাতের লেখাও দেখতে তখন অনেকটাই সুন্দর লাগতো। তো এখন হাতের লেখা সুন্দর করার জন্য আপনাকে just ছোটোবেলার মতই লেখার সময় Capital letter & small letter এর size মাথায় রেখে তবেই লিখতে হবে।
Num 3: Make gap Between 2 words
এমন অনেক students আছে যাদের হাতের লেখা অনেক সুন্দর হবার পরেও তা দেখতে খুব একটা ভালো দেখায় না। এর মূল কারণ হলো দুটো শব্দের মধ্যে ঠিকমতো gap না রাখা। কারন হাতের লেখায় সবগুলো word এর মধ্যে gap এর পরিমান same না হলে সেটি দেখতে কখনোই সুন্দর দেখায় না। তো এজন্য আপনাকে লেখার সময় word গুলোর মধ্যে সমপরিমাণ gap দিয়ে লেখার জন্য try করতে হবে। এক্ষেত্রে প্রথম দিকে problem হলে লেখার speed কিছুটা কমিয়ে ফ্রি time এ বাসায় বসে এভাবে লেখার জন্য regular practice করতে হবে।এভাবে কিছুদিন Practice করলে আশা করি আপনি খুব সমজেই দুটি word এর মধ্যে সমপরিমাণ gap দিয়ে লেখার অভ্যাসটিও পুরোপুরি আয়ত্ত করতে পারবেন। ফলে আপনার হাতের লেখাও আগের চাইতেও অনেক বেশি আকর্ষণীয় & সুন্দর দেখাবে।
যদি এই ভিডিওটি আপনার useful মনে হয় তবে আপনার সকল বন্ধু & বান্ধবীর সাথে ভিডিওটিকে শেয়ার করুন। আর এই ধরনের study related ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিতে subscribe করে পাশে আসা বেল আইকন টিকেও ক্লিক করুন৷
I hope the video will be helpful for you to improve your Handwriting in just 10 Minutes.
#HandWritingTips #StudyTips
Join us on:
Facebook: [ Ссылка ]
Follow us on:
Twitter: [ Ссылка ]
Follow us on:
Instagram: [ Ссылка ]
Contact us at:
Email: askbmcyt@Gmail.com
Ещё видео!