বাঙ্গি চাষে আশি শতক জমিতে দেড় লাখ টাকা আয়। কৃষক কৃষাণী।
বাগেরহাটের চিতলমরি উপজেলার চাষি শেখ মোঃ রুবেল ।
তিনি বিগত প্রায় দুই যুগেরও বেসি সময় ধরে বাঙ্গি চাষাবাদ করেন। এবছরেও তিনি আশি শতক জমিতে চাষ করেছেন বাঙ্গি। এবছর ফল ভালো হওয়ায় দেড় লাখ টাকা বিক্রির আশা করতেছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৪০ হাজার টাকা বিক্রি করে ফেলেছেন।
আজকের প্রতিবেদন শেখ মোঃ রুবেলের বাঙ্গি চাষ নিয়ে।
কিভাবে চাষ করেন, চাষে খরচ কেমন, লাভ কেমন, কি কি পরিচর্যা নিতে হয় ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওটি দেখতে তার বাঙ্গি চাষ সম্পর্কে সম্পূর্ন ধারনা পাবেন।
আপনার যদি কোন মতামত বা অভিযোগ থাকে তাহলে কমেন্ট করুন।
ধন্যবাদ।
#বাঙ্গি_চাষ #কৃষক_কৃষাণী
Ещё видео!