বড় সাধ হয়েছে, দিব জবা তোরই দু'টি চরণে ।
রাঙা চরণ, রাঙা জবা, ভাল হবে মিলনে ।
তুলেছি মা বনের জবা,
রাঙা পায়ে হবে শোভা । মাঃ
ছড়িয়ে যাবে, রাঙা আভা,
তোরই বিশ্ব ভুবনে।।
তুমি যদি মা, ইচ্ছা ক'রে
ঠেলে ফেলিস অভাগারে । মাঃ
( তবে ) ভুল করেছি জবা ছিঁড়ে,
আর যাব না ফুলবনে ।।
তোরই চরণ পাবার লাগি,
শিব হয়েছেন মহা যোগী । মাঃ
আমি যে মা, বিষয় ভোগী,
ভাগ্যশূন্য, জানি মনে ।।
তোরই দয়ার নাই মা সীমা,
নইলে কি কেউ, ডাকতো শ্যামা।
ভবা কয়, মা, তোর মহিমা,
বুঝিতে দেগো দরশনে ।।
পদকর্তা - ভবা পাগলা
ভবা পাগলা সঙ্গীত সমগ্র [ ১ম খন্ড ]
কন্ঠ - বরুণ ক্ষ্যাপা
_____________________________________________
Boro Sadh Hoyeche Dibo Joba Tori Duti Charona
Words of Bhaba Pagla
Vocal - Barun Khyapa
Video : Suman Kumar Saha [ MALIK BHAROSA ]
Lalon Utsav , Jirat , Balagrah, Hoogli
______________________________________________
বড় সাধ হয়েছে দেব জবা ভবা পাগলা, Boro Sadh Hoyeche Dibo Joba Bhaba Pagla Song, Barun Khyapa Baul Gaan, Barun Khyapa Bhaba Pagla Song, Bhaba Paglar Sadhana Sangeet, Bhaba Paglar Gaan, ভবা পাগলার গান, Bhaba Pagla Song Lyric, Barun Khyapa Malik Bharosa, Ranga Paye Ranga Joba Bhaba Pagla Gaan, #Barunkhyapa, #Bhaba_Pagla_Song, Shyama Sangeet Bhaba Pagla, ভবা পাগলার শ্যামা সঙ্গীত, Shyamasangeet Boro Sadh Hoyeche Dibo Joba,
Ещё видео!