বিদেশ নয় বাংলাদেশ | Beautiful Dhaka City Road | Modern Dhaka City | Uplift Bangladesh
বিদেশ নয় বাংলাদেশ এতো সুন্দর রাস্তা বর্তমানে ঢাকায় Beautiful Dhaka City Road | Modern Dhaka City. Watch The Beautiful View of Dhaka City Bijoy Sarani Road. Bangabandhu Novo Theater and Bangladesh Military Museum on the Road Side. Also watch Dhaka Airport Road and Hatirjheel Road.
#BeautifulDhakaCity
#DhakaDigitalRoad
#ModernDhakaCity
The road from Banani overpass to the airport is getting a new look. The beautification project includes setting up of gardens, digital waiting spaces, monuments, having WiFi and other facilities, fountains etc.
বাংলাদেশের রাজধানী ঢাকা। নানা বিচিত্রতায় নানা রুপে এই শহর কখনও পথিককে বিস্মিত করে কখনও ভাবায় কখনও হাসায় কখনও ভালবাসতে শেখায় । পথে-পথে যতো সংকট, তা বলে শেষ করার নয়। তাই বলে কি জৌলুস নেই কোথাও! আছে। নগরীর সেই সৌন্দর্য্যের গল্প আঁকতেই চোখ ধাঁধাঁনো সাজে সাজছে একটি সড়ক।রাজধানীর প্রবেশপথ বিমানবন্দর মোড় থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের দু’পাশকে উন্নত নগরের আদলে গড়ে তুলতে শুরু হয়েছে কর্মযজ্ঞ।
বলা হচ্ছে এটিই দেশের প্রথম ডিজিটাল সড়ক। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নের এই কাজ শেষ হবে আগামী ছয় মাসের মধ্যেই।বুনো পাথরের জঙ্গলে ঝর্ণা ধারা, চারপাশে বাহারি নামের নানা জাতের ফুল-ফলের গাছ। সেখানেই রঙ-বেরেঙের মাছেদের জলকেলি, সবমিলিয়ে নান্দনিক এক সৃষ্টি। নৈস্বর্গিক সৌন্দর্যের এমন কৃত্রিম রূপ ধরা দেবে রাজধানীর বনানী রেলক্রসিং থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক জুড়ে। আর এ আয়োজন নগরবাসীকে আধুনিক-উন্নত জীবনের স্বাদ দিতেই।
Other Channel https: [ Ссылка ]
Follow us on Instagram 🔻
[ Ссылка ]
Follow us on Facebook 🔻
[ Ссылка ]
Song: Jim Yosef - Link [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch: [ Ссылка ]
Download/Stream: [ Ссылка ]
#Dhakaairportroad #DhakaCity #UpliftBangladesh
Ещё видео!