#KundanKumar #KanikaKarmakar #PuruliaSong #Purulia_Status
Tui Hamke Bhule Ja | তুই হামকে ভুলে যা | Kundan Kumar | Kanika Karmakar | Purulia Viral Sad Song 2022
Singer - Kundan Kumar and Kanika Karmakar
Lyrics - Sandip Bansriyar
Music - GS Music
Music Composition - Arun Das
Starring/Actor - Sailendra, Raju and Ritu
Camera and Edit - Manas
Director - Prakash
Manager - Uttam Mahato (Singer)
Produced by - SAAZ Studio
Label - Seoul Films
Lyrics
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন
আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তুই স্বামীর ঘরে যা রে সাথী থাকিস সুখে বারে বারে মনে পড়ে তোরেই শাসন
তোর দুনিয়ায আসবোনাই আর যা রে সাথী খুঁজেলোও পাবিনাই মনে পড়বেক যখন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন
আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
শুধু তোকে ভালোবাসেছিলি তোকে জীবন মানে ছিলি জানে সুনে মারলী বান আমার এই বুকে
বাঁচব একা কেমন করে তোর বিরহে যাব মোরে দিনে রাতে বইছে জল আমার দু চোখে আমারই চোখে
ভুল বুঝিস না রে কি বলে বুঝাবো তোকে
আজ আমি পরবাসী আর অন্য রে সোজন
সুধু তুই পাসে নাই আজ কে আমার মদেই সাথী এমনি ভাবে কাটাই দিব সারাটা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
এই কপালে তুই নাই লেখা কি কারণে দিস নাই দেখা কে তর হইল আপন বল রে সাথী বল
কাকে পাইয়ে গেলিস ভুলে অভাগা সন্দীপে বলে অবশেষে এমনি কি হই ভালোবাসার ফল ভালোবাসার ফল
তোকে কি বলে বুঝাবো একটু বোঝার চেষ্টা কর
আগে তো ছিল নাই জানা হবেক রে এমন
সুধু তুই পাসে নাই আজ আমার মদেই সাথী এমনি ভাবে কাটাই দিব সারাটা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন
আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন
আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তর কি ছিলি রে দুসমন
Disclaimer
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Ещё видео!