সাউথ টাউন জামে মসজিদটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত । এই মসজিদটি একদম একটি রাজপ্রাসাদের মত । অপূর্ব সুন্দর এই মসজিদটির নির্মাণকাজ প্রায় সবাইকেই মুগ্ধ করবে।
মসজিদটির নির্মাণকাজ ২০১৭ সাল নাগাদ শেষ হয়েছে বলে এলাকাবাসীরা মতামত দেন। এই মসজিদটিতে একসাথে সাড়ে ৬০০ জন একত্রে জামাআতের সহিত নামাজ আদায় করতে পারেন। বাংলাদেশ ডেভোলাপমেন্ট কোম্পানীর তত্ত্বাবধানে তৈরি এই মসজিদ ।
এই মসজিদটির দালানটিতে প্রবেশের জন্য প্রধান ফটক ৩টি। মসজিদটির চারপাশে অবস্থিত বড় বড় জানালাগুলো ভাল ভেন্টিলেশনের কাজ করে। এর প্রধান গম্বুজটি দালানের উপরে মাঝের অংশে স্থাপিত ও এর রয়েছে আরও ২০টির অধিক শাখা গম্বুজ। শখা গম্বুজগুলো ছোট মিনারের আকৃতির স্তম্ভের উপর বসানো হয়েছে। মসজিদটির ইন্টেরিয়র ডেকোরেশনও খুবই সুন্দর। মেঝ দৃষ্টিনন্দন টাইলস দিয়ে মোড়ানো হয়েছে।
কেরানীগঞ্জের সাউথ টাউন আবাসিক প্রকল্পের ভিতরে অবস্থিত মসজিদটির আশেপাশে কোন জনবসতি এখনও সেরকমভাবে গড়ে উঠেনি। এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য অনেক মুসল্লি অনেক দুর-দুরান্ত থেকে এসে থাকেন। জুম্মার নামাজ আদায়ের পাশাপাশি তারা এই মসজিদের স্থাপত্ব সৌন্দর্য ও এর আশাপাশের পরিবেশ উপভোগ করেন।
যেভাবে যাবেন :-
আপনাকে প্রথমে রাজধানী ঢাকার গুলিস্তানে পৌঁছে বাবুবাজার ব্রিজ হয়ে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে পৌঁছাতে হবে। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সামান্য কিছু দূরেই চোখে পড়বে সাউথ টাউন আবাসিক প্রকল্পের প্রধান ফটক। সেখান থেকে ৭/৮ মিনিট হেঁটে ভিতরে ঢুকলেই মসজিদটি দৃশ্যমান হবে।
Backround music Azan by : Mehdi Yarrahi
Orginal song link
[ Ссылка ]
#southtownjame#masjid,#south town jame mosjid, south town mosque, south town masjid, south twn keraniganj, how to go south town masjid, south town masjid in keraniganj, keraniganj south town,south town mosjid, masjid, south town masjid is location, south town, beautiful mosjid at keraniganj, south town jame mosque, south jame masjid, keraniganj new mosjid, south town masjid vlog, south masjid, keraniganj south town jame masjid, south town jame masjid keraniganj
my facebook link
[ Ссылка ]
thanks for wacthing
South Town Jame Mosjidb | Keranigonj | সাউথ টাউন মসজিদ
Теги
south town jame masjidsouth town jame mosjidsouth town mosquesouth town masjidsouth town keraniganjhow to go south town masjidsouth town masjid in keraniganjkeraniganj south townsouth town mosjidmasjidsouth town masjid is locationsouth townbeautiful mosjid at keraniganjsouth town jame mosquesouth jame masjidkeraniganj new mosjidsouth town masjid vlogsouth masjidkeraniganj south town jame masjidsouth town jame masjid keraniganj