___________
বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের প্রায় প্রতিটি প্রান্ত ভ্রমণের জন্যই রয়েছে ছোট বড় নৌপথ। তবে, বিশেষভাবে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য সহজ ও আরামদায়ক উপায় হচ্ছে নৌপথ। আর এই নৌপথের প্রধান বাহন লঞ্চ। ঢাকা থেকে নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, মাদারীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভান্ডারিয়া এবং এর আশপাশের এলাকায় যেতে লঞ্চই নিরাপদ মাধ্যম। অন্যান্য মাধ্যমের চেয়ে কম খরচে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে লঞ্চ।
এসব রুটে কয়েক ধরনের লঞ্চ রয়েছে। এদের অধিকাংশই তিন তলা বিশিষ্ট হয়ে থাকে। তবে, বরিশাল বিভাগীয় শহরগামী বর্তমানের অধিকাংশ লঞ্চ এখন ৪ তলা বিশিষ্ট। এখনকার কোন কোন লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এটাচ বাথরুমও রয়েছে। এছাড়া ফ্লাট-স্ক্রিন টিভি, সিঙ্গেল ও ডাবল কেবিন, সেলুন, ষ্টেশনারী শপ, স্বাস্থ্যকেন্দ্র, নামাজের স্থান প্রভৃতি সুযোগ-সুবিধাও সংবলিত রয়েছে বেশ কিছু লঞ্চে। এসব লঞ্চের টিকিট চাইলে অগ্রিম বুকিং করা যায়। তার জন্য সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বুকিং করা টিকিটের জন্য লঞ্চ ছাড়ার দুই ঘণ্টা আগে লঞ্চে আসতে হবে। এছাড়া সরাসরিও টিকিট কেনার ব্যবস্থাও রয়েছে।
বেশিরভাগ লঞ্চেই ৩ ধরনের আসন ব্যবস্থা রয়েছে। তৃতীয় শ্রেণি বা ডেক, শোভন চেয়ার, দ্বিতীয় শ্রেণির কেবিন, প্রথম বা ভিআইপি কেবিন এর ব্যবস্থা রয়েছে, আছে বিলাসবহুল বিজনেস ক্লাস। বেশি সুযোগ-সুবিধা সম্পন্ন প্রতিটি কেবিনের ভাড়া ১,০০০ থেকে ৭,০০০ টাকা। ফ্যামিলি রুমের ভাড়া ৪,০০০ থেকে ৫,০০০ টাকাএ মধ্যে। নরমাল ডাবল কেবিনের ভাড়া ১৮০০ থেকে ২,০০০ টাকার মধ্যে ( লঞ্চ ও গন্তব্যের ওপর নির্ভর করে)। নরমাল সিঙ্গেল কেবিনের ভাড়া ৮০০ থেকে ১,০০০ টাকা। সাধারণ ডেকের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা।
ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে যেসব লঞ্চ ছাড়ে। বেসরকারি মালিকানাধীন লঞ্চের মধ্যে জনপ্রিয় হচ্ছে সুরভী, গ্রিন লাইন, পারাবত, সুন্দরবন, কালাম খান ১, কীর্তনখোলা, সপ্তবর্ণা, গাজী সালাউদ্দিন, তরীকা, অ্যাডভেঞ্চার, ফারহান, ক্রিস্টাল ক্রুজ, কর্ণফুলী, দিঘলদী, টিপু, পূবালী, ইয়াদ, দীপরাজ, সাব্বির, কিং সম্রাট, অগ্রদূত, রাজদূত প্রভৃতি।
যদিও একসময় সন্ধ্যা বা রাতেই লঞ্চগুলো বেশি চলাচল করত। তবে, এখন দিনেও চলে। ভোর সোয়া ৬টায় ও সকাল ৯টায় লঞ্চ ছাড়ে। বিকেল ৫টা থেকেও লঞ্চ ছাড়ে। এছাড়া রাত সাড়ে ৭টা ও সোয়া ৯টায় দু’দিক থে #DeshiLaunch#dhakatobarisal mv parabat 18 launch,mv sundarban 16 launch,Dhaka to barisal,barisal to Dhaka launch,mv sundarban 10,mv manami launch,Dhaka to barisal launch service,mv parabat 12 launch,parabat 18,Dhaka to barisal launch ticket Booking Number,Barisal launch ticket price,Dhaka to barisal launch VIP cabin,mv adventure 9 launch,Dhaka to barisal online ticket,Dhaka to barisal launch cabin booking,Dhaka to barisal launch schedule,Kirtonkhola 10,Kuakata 2 launch,Sundarban 11,Bd """"""""""""""""""""""""""""""""""""""""""
বাংলাদেশের সকল লঞ্চ
Ещё видео!