ঐতিহাসিক আটকবর,চুয়াডাঙ্গা | Atkabar, Damurhuda, Chuadanga | Kalkut Tv by Jagannathpur is a historical place steeped in memories of Atkabar. This eight-grave burial ground is located about 30 km from Chuadanga, which is privately preserved at Jagannathpur in Chuadanga.In 1998 The journey of this Atkabar complex begins on zero and 66 acres of land. Apart from the tomb, there is an open stage and a picturesque liberation war museum. The walls of the building have 200 photographs of the continuous history of the independence movement of Bangladesh. Also, if anyone wants to do research on the Liberation War, they can also get residential facilities in this complex.
আটকবর বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবস্থিত একটি গণকবর, স্বাধীনতা যুদ্ধের আটজন বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ এখানে কবর দেওয়া হয় বলে এর নামকরণ করা হয়েছে আটকবর।১৯৭১ সালের ০৩ আগস্ট, গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা দামুড়হুদা’র সীমান্তবর্তী জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেন। এসময়ে পাকিস্তান মুসলিম লীগের দালাল কুবাদ খাঁ পরিকল্পিত প্রতারনার ফাঁদ পাতে। সে জয়পুর ক্যাম্পেমুক্তিবাহিনীকে খবর দেয় যে, রাজাকারেরা নাটুদা, জগন্নাথপুর ও এর আশেপাশের জমি থকে পাঁকা ধান কেটে নিয়ে গেছে।
রাজাকার ও পাক আর্মিদের শায়েস্তা করতে ০৫ আগস্ট মুক্তিযোদ্ধা’র দল দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে বাগোয়ান এলাকায়। এ সু্যোগে নাটুদা ক্যাম্পের পাক আর্মি পরিকল্পিতভাবে চতুর্দিকে ঘিরে ফেলে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। আটকা পড়ে বেশ কয়েকজন। আটজন মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করে। বেশ কয়েকজন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। অবশ্য এ সম্মুখ যুদ্ধে অনেক পাক আর্মিও হতাহত হয়। পাক আর্মির নির্দেশে রাজাকারেরা ০৮ শহীদ মুক্তিযোদ্ধাকে পাশাপাশি দু’টি গর্ত করে কবর দেয়। পরবর্তীতে এর নামাকরন হয় আট কবর।
আটজন শহীদ মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন-
১ হাসান জামান - গোকুলখালি, চুয়াডাঙ্গা
২ খালেদ সাইফুদ্দিন তারেক - পোড়াদহ, কুষ্টিয়া
৩ রওশন আলম - আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
৪ আলাউল ইসলাম খোকন - চুয়াডাঙ্গা শহর
৫ আবুল কাশেম - চুয়াডাঙ্গা শহর
৬ রবিউল ইসলাম - মোমিনপুর, চুয়াডাঙ্গা
৭ কিয়ামুদ্দিন - আলমডাঙ্গা
৮ আফাজ উদ্দিন চন্দ্রবাস - দামুড়হুদা।
#atkabar
#damurhuda
#chuadanga
#kalkut_tv
Thanks for watching-
If you like this video,please subscribe,like and share.
video background music credit-youtube audio library
my profile -
[ Ссылка ]
tiktok id-tiktok.com/@toufiquerana
Ещё видео!