Divine Song Written By Parama Pujyapada Acharyadeva Sree Sree Dada
Composed By :—Puj. Arkadyuti Chakravarty
যে প্রেরণা তুমি মোরে, দিতেছোগো বারে বারে,
বঞ্চিত কোরো না মোরে, মোরে তাই সময় দিও।
সে প্রেরণা সদা মোরে সুপথে রাখিবে ধরে,
দেবো তা তোমারি পায়ে, সে দান সদাই নিও।
যে প্রেরণা তুমি মোরে, দিতেছোগো বারে বারে,
বঞ্চিত কোরো না মোরে, মোরে তাই সময় দিও।
দীর্ঘদিনের শেষে তোমারেই ভালোবেশে
ফিরিবো তোমারি ঘরে, তুমি মোরে ঠাই দিও।
সতত করুণা ডোরে ঘিরে তুমি রেখো মোরে,
চিরদিন তব কৃপা শিরে মোর বরষিও।
যে প্রেরণা তুমি মোরে, দিতেছোগো বারে বারে,
বঞ্চিত কোরো না মোরে, মোরে তাই সময় দিও।।
© 2021. ALL RIGHTS RESERVED. SATSANG.
DO NOT DOWNLOAD AND RE-UPLOAD FULL OR PARTIAL CONTENT OF THIS VIDEO ANYWHERE WITHOUT PRIOR PERMISSION TO AVOID COPYRIGHT STRIKES AND OTHER LEGAL COMPLICATIONS.
Ещё видео!