দীর্ঘ ১ মাস সিয়াম পালনের পর পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে রমজান মাস যেনো পূর্ণতা পায়।
আর এই পূর্ণতায় বাড়তি মাত্রা আসে ঈদে পছন্দের নতুন জামা পরিদান করে পবিত্র ঈদের নামাজের মাধ্যমে। ধর্ম-বর্ণ সব বিভেদ ভুলে সর্বস্তরের মানুষ এক কাঁতারে দাড়িয়ে নামাজ আদায় করে। জগৎের সব বিভেদ, বিচ্ছেদ যেনো ক্ষণিকের জন্য অসাড় হয়ে পড়ে। সবার ঈদ কাটুক পরম আনন্দে । আনন্দ হবে তবে আত্মহারা হলে চলবে না। পাশাপাশি আমাদের চারপাশের দারিদ্র্য ও অভাবী মানুষের প্রতি আমাদের দায়ীত্বও যেনো আমরা ভুলে না যাই।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুবেচ্ছা, ঈদ মোবারক 🌙
Ещё видео!