চমৎকার একটি ইসলামী গান
* গান: ও নদী তুমি বইছো কেনো
* কথা, সুর ও শিল্পী: তারিক মুনাওয়ার
* এ্যালবাম: তোমারই জন্য মন কাঁদে
* লেবেল: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
........................................................................
* Song: O Nodi Tumi Boicho Keno
* Lyrics,Tune & Singer: Tarik Monowar
* Label: Spondon Audio Visual Centre
-------------------------------------
******** লিরিক্স ********
ও নদী নদী আমার
ও নদী রে......
ও নদী তুমি বইছো কেনো
তুমি কি জানোনা?
তোমার তীরে বাস করে শত জনপদ
বুকে নিয়ে শত বেদনা
এমনও লোক আছে তোমার তীরে জীবনে সুখ যারা কভু পায়নি
দু বেলা পেট পুরে অণ্য তৃপ্তি ভরে যারা খায়নি
এদের দুঃখ দেখেও তুমি কেনো বইছো
এদের দুঃখ গুলি ধুয়ে নাও না
তোমার তীরের পলি দিয়ে সারা পৃথিবীর শস্য হয়
বঞ্চিত মানুষের অধিকার নিয়ে
যালিম করে তার অবক্ষয়
তোমার তীরেই জুলুম করে যালিম শাসক আর সরকার
প্রতিদিন শুনি অজস্র মানুষের হাহাকার আর চিৎকার
সবকিছু শুনেও বইছো কেনো
এসব সমাজ কেনো ভেঙ্গে দাও না
Ещё видео!