Listen to Dekhechhi Rup-Sagare Moner Manush sung by Purnadas Baul form the film All Time Greats Purnadas Baul.
Song Credit:
Song: Dekhechhi Rup-Sagare Moner Manush
Album Title: All Time Greats Purnadas Baul
Artist: Purnadas Baul
Music Director: Nabanidas Kshepa Baul
Lyricist: Prathik
Song Lyrics:
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
ওগো তারে ধরি ধরি মনে করি,
ধরতে গেলে ধরা দেয়না,
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে,
মরমে জ্বলছে আগুন আর নিভেনা ।
সে যে আমার আমার আমার বলে,
আমার হয়ে আর হলো না,
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
বহুদিন ভাব তরঙ্গে,
ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হলো দেখা শোনা ।
এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচেনা ।
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
পথিক কয় ভেবো নারে,
ডুবে যাও রূপ-সাগরে,
নিরলে ব'সে কর তার যোগ-সাধনা ।
একবার ধরতে পেলে মনের মানুষ,
চ'লে যেতে আর দিওনা,
একবার ধরতে পেলে মনের মানুষ,
চ'লে যেতে আর দিওনা ।।
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
ওগো তারে ধরি ধরি মনে করি,
ধরতে গেলে ধরা দেয়না,
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ।
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
[ Ссылка ]
Facebook:: [ Ссылка ]
Twitter:: [ Ссылка ]
Google+ :: [ Ссылка ]
Ещё видео!