নিখুঁত টাইমিং,আক্রমণাত্মক ব্যাটিং আর পাহাড়সম মনোবল এই তিনের মিশেল নিজেকে গড়ে তোলা বিধ্বংসী এক ব্যাটারের দেখা পেলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা । জাকের আলি নামে এই বিধ্বংসী ব্যাটার দীর্ঘদিন ধরেই ছিলেন সুযোগের অপেক্ষায় ।অবশেষে জাতীয় দলে ডাক পেয়েই প্রমাণ করলেন নিজেকে ।ব্যাটিং নৈপুন্য দেখিয়ে ইতিমধ্যে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা ।সংকটময় মুহুর্তে একের পর এক বাউন্ডারি হাকিয়ে জাকের আলি প্রমাণ করেছেন কেনো তাকে নতুন সাইলেন্ট কিলার দাবি করা হচ্ছে ।
Ещё видео!