মা যেমন সন্তানকে আগলে রাখেন, তেমনই করোনার বিরুদ্ধে বিশ্ববাসীকে আগলে রাখুন দেবী দুর্গা। এই ভাবনা নিয়েই তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিপ্লবী ক্লাবের পুজো মণ্ডপ। শোলার তৈরি প্রতিমা এবং প্যান্ডেলের উচ্চতা ৩৫ ফুট। ভিতরে মৃন্ময়ী মাতৃমূর্তি। অভিনব থিম ভাবনার জন্য এবার জেলার সেরা পুজোর শিরোপা জিতে নিল রায়গঞ্জ বিপ্লবী ক্লাবের পুজো।
Ещё видео!