Story: Majantali Sarkar
Book: Tuntunir Boi
Author: Upendra Kishor Roychowdhury (1863-1915)
Storyteller: Debalina Ghosh
Illustrator: Shuvendu Sarkar ( War Toon)
Concept: Debalina Ghosh
Music, Video, Execution: Debu's Darbar Team
Special Thanks to: Shree Soumitra Chattapadhay
Jyotirmoy Bhattacharya
Ablu Chakrabarty
Master Paarijat Bhattacharya
Golpo Masimoni is an interactive platform of listening classic stories for children. Children can ask their questions, demand stories, share opinion themselves or with help of their guardians. Golpo Masimoni will respond them, will answer them, and will spend time together through stories.
আজকাল শিশুরা বড্ড একলা।
ভাই নেই, বোন নেই, বন্ধু নেই।
হাঁটতে শেখার সাথে সাথেই তারা স্কুলে যায়, আর বন্ধুর বদলে সেখানে পায়, কিছু প্রতিযোগী।
মা-বাবার কর্ম ব্যস্ততা আর নিউক্লিয়ার পরিবারের কাঠামোতে তাদের সঙ্গী কে? না, আয়া মাসী, কমপ্লেক্সের দারোয়ান, টিভি, ভিডিও গেম, কম্পিউটার!
ঠাকুমা, দিদিমা, দাদুভাইরা এখন আলাদা থাকেন, কালেভদ্রে সাক্ষাৎ। সেই সীমিত সময়ের মধ্যে আদর-আবদার মিটিয়েই তাদের আশ মেটে না। তাই, আবহমানকাল থেকে তাদের কাছে গল্পের ছলে শিশুরা যে সহজতম উপায়ে জীবনচর্যার শিক্ষা পেত, তার পথ বন্ধ।
শিশুমনের বিকাশ কল্পনার খোলা জানলা দিয়েই সম্ভব। বোকাবাক্সের উত্তরসূরি মোবাইল, কম্পিউটারে সম্ভব নয়। তাই তো আজকাল শিশুদের মধ্যে সারল্যের অভাব, তাদের value system যেন আগাগোড়া নড়বড়ে।
সমস্ত পৃথিবীতে শিশুদের জন্য রাশি রাশি গল্প রচনা হয়েছে। সেসব গল্প শুধুমাত্র গাঁজাখুরি কল্পনা নয়। তার সহজ বুনোটে ঠাঁসা থাকে সেই দেশের ইতিহাস, লোকাচার, সংস্কৃতি, মূল্যবোধ এবং দর্শন। অজান্তেই শিশুরা নিজের দেশকে, পরিবেশকে, এমনকি মানুষের চরিত্রের নানান দোষ-গুণকেও চিনে নিতে শেখে। এর থেকে তারা নিজেদের বিচ্ছিন্ন মনে করে না, সমাজবদ্ধ মনে করে। গল্প হল সেরা মাধ্যম, যা শিশুদের মনকে সার-জল দিয়ে বিকশিত করে তোলে।
শিশুদের গল্প শোনান। যতো বেশি করে সম্ভব। যতো বেশী গল্প তাদের সুকুমার মস্তিষ্কে গেঁথে দেবেন, আজীবন তারা সেই উত্তরাধিকার বহন করবে। তারা নিজেদের পরিবার, দেশ, সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে।
একাকীত্বের চেয়ে বড় যন্ত্রণাময় অসুখ আর কিছু নেই। গল্প দিয়ে ওদের খালি সময়গুলো ভরে দিন। যথার্থ ওদের পাশে থাকার পথ এটাই। বাবা, মা, পরিবারের অন্য সদস্যদের কাছে অনুরোধ, সময় বের করে, গল্প শোনান ওদের। আর যদি সময় নিতান্ত না থাকে, আমি আছি, ওদের গল্প মাসীমণি। ঐ একান্ত সঙ্গী কম্পিউটার বা মোবাইল ফোনই যদি ভরসা করতে হয়, ভালো জিনিস দেখান, ভালো জিনিস শোনান। আগামী দিনের লোকশিক্ষার লক্ষ্য নিয়ে হাতে হাত ধরে, আমরা চেষ্টা চালিয়ে যাই। ছোট ছোট ছেলেমেয়েদের দুপুরবেলা ভাত খাবার সময়, বা রাতে ঘুম পাড়ানোর সময় যদি গল্প মাসীমণির গল্প নিয়ে তাদের সঙ্গে থাকতে পারি, তাদের প্রশ্ন, তাদের কৌতুহলের উত্তর দিতে পারি, তা হবে আমার পরম প্রাপ্তি। Debu’s Darbar YouTube channel এ ওদের কথা ভেবেই নিয়ে এসেছি, এক ঝাঁক ক্ল্যাসিক বাংলা শিশু গল্প, এবং আরো কিছু তথ্যমূলক ভিডিও। YouTube এর comment box এ তারা নিজেরা, বা বাবা-মায়ের সাহায্য নিয়ে আমার কাছে জানাতে পারে তাদের প্রশ্ন, তাদের আবদার। সঙ্গে থাকুন, YouTube এ subscribe করুন, Debu’s Darbar.
Ещё видео!