Please take a look at full video. Then you will understand all process step by step. Its really easy and hasslefree. I appreciate this digital system by which corruption will be reduce. If you have any comment let me know, and plese like share subscribe for more support. Thanks.
একটি মোটরযান সড়কে চলার উপযোগী কি না তা জানতে কমবেশি ৬৪টি জিনিস পরীক্ষা করে দেখা হয়। কিন্তু বেশিরভাগ খালি চোখে পরীক্ষা করা যায় না। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এতদিন সেটাই করেছে। এতে পরিবেশদূষণকারী ও চলাচলের অযোগ্য যানবাহন সড়কে চলার অনুমতি পেয়ে যাচ্ছিল। এ ছাড়া অনুমাননির্ভর এসব ফলাফল তৈরিতে সংশ্লিষ্টদের কারসাজি ও অবৈধ লেনদেনও হয়ে থাকত। আর এসব সমস্যা দূর করতে গত ১৯ অক্টোবর ২০২৩ সালে মিরপুর-১৩ বিআরটিএর কার্যালয়ে চালু হয়েছে একটি ১২ লেনের স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র, যা যানবাহন পরিদর্শন কেন্দ্র (ভিআইসি) VIC নামে পরিচিত।
এ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন ৫০০ থেকে ৬০০টি বিভিন্ন প্রকারের গাড়ির ফিটনেস পরীক্ষা করানো যাবে। এর মাধ্যমে ফিটনেস প্রদান করা হলে মোটরযান থেকে পরিবেশদূষণ হ্রাস করা সম্ভব হবে। তবে ত্রুটিযুক্ত যানবাহন ফিটনেস সনদ পাবে না, ফলে সড়কে দুর্ঘটনা কমবে। এ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং সিস্টেমে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।
BRTA এর ওয়েসাইট : [ Ссылка ]
Ещё видео!