#BanglaMads
#Car_Driving
যদিও একটা ভিডিওর মাধ্যমে কোনদিন ই গাড়ি চালানো শিখা সম্বব না। তারপরেও যাদের শিখার আগ্রহ আছে তারা যদি আমার ৫০ মিনিটের এই ভিডিওটা সম্পুর্ন দেখান তাহলে গাড়ি চালানো সম্পর্কে আপনার সম্পুর্ন একটা ধারনা হয়ে যাবে।
পরবর্তীতে আপনি যখন প্রেক্টিক্যাল শিখতে যাবেন তখন আরপনার জন্য খুব কাজে আসবে।
প্রাইভেটকার খুবই প্রয়োজনীয় একটি গাড়ি।যদি নিজের একটি প্রাইভেটকার থাকে তাহলে খুব সহজেই সময়ের সাশ্রয় করা সহ সকল কাজই যথা সসয়ে করা সম্ভব হয়।
প্রাইভেটকার চালাতে হলে অবশ্যই আপনাকে এটা শিখে নিতে হবে।না শিখে কখনো প্রাইভেটকার চালানো সম্ভব না।
আজ আমি প্রাইভেটকার চালানোর সকল কৌশল বিস্তারিত ভাবে শিখাব।
গাড়ী চালাতে হলে নিম্ন লিখিত ট্রিপস গুলো মনে রাখা জরুরীঃ
__________________________________________________________
প্রথমে আপনাকে প্রাইভেটকারের ভিবিন্ন সুইচ সম্পর্কে ধারনা নিতে হবে।ভিডিওতে সকল সুইচের ধারনা দেওয়া হয়েছে দেখে নিন।
১/ গাড়ী চালাতে হলে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে গাড়িটা নিউটাল আছে কিনা।নিউটাল বলতে বুঝানো হয় গাড়িটি সম্পুর্ন গিয়ার ফ্রি কিনা যদি গাড়ীটি গিয়ার ফ্রি থাকে তখন গাড়িতে চাবি দ্বারা ষ্টাট করুন।এবং ডান পা-টি এক্সসেলেটর লিবারে রেখে হালকা চাপ দিন দেখবেন গাড়িটি সুন্দর শব্দ করছে।
২। মিটার বোর্ডের দিকে খেয়াল করুন যেমন গাড়ির ইন্জিনের তাপমাত্রা,জ্বালানী,ইন্ডিকেটর লাইট সহ প্রয়োজনীয় সরন্জাম কাজ করে কিনা বা সব ওকে আছে কিনা। যদি ওকে থাকে
৩/ এবার খেয়াল করুন গাড়ির সামনে ও পিছনে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমান জায়গা আছে কিনা যদি থাকে এ অবস্থায় গাড়ি চালানো যেতে পারে।
৪/ এবার ষ্টিয়ারিং টি শক্ত করে দরুন।
৫/ তারপর ডান পাঁ রাখা এক্সসেলেটর লিবারটি হালকা চাপ দিয়ে ইন্জিনে পর্যাপ্ত শক্তি তৌরি করুন।
৬/আস্তে আস্তে এক্সিলেটর ছারুন আপনার গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে।
৭/ এবার আসুন গাড়ি থামাবেন কিভাবে?
গাড়ি থামানোর জন্য এক্সেলেটরে রাখা পাটি সরিয়ে নিন, তারপর অাস্তে আস্তে ব্রেক লিবারে চাপ দিন দেখবেন গাড়ি থেমে যাবে।
৮/ গাড়ি পেছনে নিতে Rear বা ব্যাক গিয়ার ব্যবহার করুন। ঠিক আগের মতই যেভাবে ১ নং গিয়ার পরিবর্তন করে সামনে গেলেন এবার এবাবেই পিছনে যাবেন। গাড়িটি থামাতে পুর্বের দেওয়া নির্দেশনা ফলো করুন।
সহজে গাড়ি চালানো শিখুন
ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন
অতি সহজে অটো গাড়ি চালানো শিখুন
আমরা যারা গাড়ী চালানো শিখতে চাই
অটো গিয়ারের গাড়ী চালানো শিখুন
গাড়ী চালানো শিখতে চাই
গাড়ী চালানোর নিয়ম কানুন
সকল গাড়ী চালানোর নিয়ম বিস্তারিত
সঠিক নিয়মে গাড়ী চালানো
প্রাইভেটকার চালানোর নিয়ম
privetcar driving a-z
Ещё видео!