মহাদেব সাহা’র কবিতা ”একবার নিজের কাছে যাই” আবৃত্তি করেছি আমি আজহারুল ইসলাম।
বাংলা কবিতার জগতে অন্যতম এক উজ্জল নক্ষত্রের নাম মহাদেব সাহা যার কবিতা আপনাকে নিয়ে যাবে ভাবের জগতে এক নিমিশে। চোখ বন্ধ করে শুনুন আর ভাল লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ফেইসবুকে আমিঃ
www.facebook.com/azharjajabor
যোগাযোগঃ
azharjajabor@gmail.com
কবিতা: একবার নিজের কাছে যাই
রচনা: মহাদেব সাহা
আবৃত্তি: আজহারুল ইসলাম
অ্যালবামঃ এক কোটি বছর তোমাকে দেখি না (২০১২)
সর্বস্বত্ব সংরক্ষিত © @azharjajabor
Poem: Ekbar nijer kache jai
Author: Mohadeb saha
Voice artist: Azharul islam
Album: Ek koti bochor tomake dekhina
© @azharjajabor
All rights reserved
একবার নিজের কাছে যাই
🪶মহাদেব সাহা
__________________________
একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
বাইরে থেকে ভেতরে আসি
ভেতরে যদি নিজেকে খুঁজে পাই।
কতদিন নিজের সাথে হয়না দেখা,
বাক্য বিনিময়
নিজেকে যেন ভুলেই গেছি
নিজেকে বড় অচেনা মনে হয়
নিজের মুখ পড়ে না মনে
নিজের সাথে হয়না দেখাশোনা
নিজেই আজ নিজের থেকে দূরে
বৃথাই স্বপ্ন জাল বোনা।
আজ নিজের কাছে একটু বসি
করি নিজের সাথে খেলা
একটি দিন নিজের কাছে থাকি
এই কাটাই সারাবেলা
আজ নিজের চোখে তাকিয়ে
দেখি কত জমেছে জল
তাকিয়ে দেখি নিজের বুকেই
ফুটেছে এই ব্যথার শতদল।
নিজেকে নিয়েই মগ্ন থাকি
নিজেকে আজ নগ্ন করে দেখি
নিজের কাছে রাত্রি জেগে
ভালোবাসার একটি চিঠি লিখি।
একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
নিজের কাছে একটু বসি
একটু এই মনের খবর চাই।
একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
বাইরে থেকে ভেতরে আসি
ভেতরে যদি নিজেকে খুঁজে পাই
কতদিন নিজের সাথে হয়না দেখা
বাক্য বিনিময়
নিজেকে যেন ভুলেই গেছি
নিজেকে বড় অচেনা মনে হয়।
Ещё видео!