rajshahi city, rajshahi poddar par, padma garden rajshahi, rajshahi tour, rajshahi padma garden, padma river rajshahi, poddar par rajshahi, rajshahi city tour, padma par rajshahi, rajshahi city travel guide, rajshahi vlog, rajshahi expess, rajshahi travel vlog, rajshahi road, rajshahi silk, rajshahi news, rajshahi i badh, rajshahi college, rajshahi fish, poddar par, rajshahi incident, t badh rajshahi, rajshahi t badh, rajshahi district
পদ্মার পাড় কিভাবে যাওয়া যায়, জিরোপয়েন্ট থেকে পশ্চিমদিকে আনুমানিক ৩ কি.মি. কোর্ট এর দিকে, প্রধান রাস্তার উত্তর পার্শ্বে, রিক্সা, অটোতে যাওয়া যায়।
বিস্তারিত
নগরীর বুলনপুর থেকে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া। দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পাড় এখন রাজশাহী বাসীর জন্য বিনোদনের সেরা ঠিকানা। পদ্মার ধার ঘেঁষে নির্মাণ করা হয়েছে রাস্তার পথ। বর্তমানে এ সড়ক দিয়ে সহজেই বিনোদন পিপাসুরা হেঁটে পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে পারে। গ্রীষ্ম, শীত, বর্ষা কিংবা শরত, সব ঋতুতেই পদ্মা নদীকে ঘিরে মানুষের আনাগোনা। গ্রীষ্মে শুকিয়ে কাঠ পদ্মা আর বর্ষায় জলে টইটম্বুর সব সময় মানুষকে কাছে টানে। নিয়ে যায় এর নৈসর্গিকতায়। আর উৎসব হলে তো কথাই নেই। প্রতিটি উৎসবে বিনোদন পিয়াসীদের কাছে সেরা ঘোরাঘুরির স্পট হিসেবে প্রথম পছন্দ পদ্মা নদী।
Music : Satin Sugar - Huma-Huma
Source : Facebook Creator Studio
Drone : DJI MINI 2
Camera : DJI OSMO POKET
Editing Software : Adobe Premiere Pro 2021 And Canva Pro
Ещё видео!