বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি খাদ্য মুরগির মাংস। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে মুরগি পাওয়া যায়। মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য প্রতি সেকেন্ডে প্রায় দুই হাজার মুরগি মানুষের খাদ্যে পরিণত হয়। এবং মানুষের খাওয়ার জন্য বছরে প্রায় ৫ হাজার কোটি মুরগির দরকার হয়।
এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী মুরগি কতটা জনপ্রিয় খাবার। কিন্তু মানুষের জনপ্রিয় খাবার হতে গিয়ে মুরগিকে অত্যন্ত কষ্টকর এবং সংক্ষিপ্ত একটি জীবন অতিবাহিত করতে হয়।
মুরগির মত একটি বুনো পাখি মানুষের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে শেষমেষ কিভাবে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের একটি জন্তুদের পরিণত হল এবং মানুষের দুটি ভুলের কারণে মুরগি কিভাবে বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।
00:00 ভূমিকা
01:06 মুরগির ইতিহাস
03:10 ব্রয়লার মুরগির উত্থান
04:53 মুরগির বানিজ্যিকীকরণ
06:59 সোনালী মুরগির ইতিহাস
08:40 আধুনিক মুরগি শিল্প
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: [ Ссылка ]
💡 সাবস্ক্রাইব করুন: [ Ссылка ]
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ [ Ссылка ]
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: kikenokivabe.infotainment@gmail.com
যে ভুলে মুরগির ইতিহাস বদলে গেছে !
Теги
ki keno kivabekikenokivabeBangla InfotainmentInfotainmentকি কেন কিভাবেকিকেনকিভাবেBangla Documentaryমুরগীর ইতিহাসমুরগী পালনের ইতিহাসমুরগির ঝোলের ইতিহাসপৃথিবীতে মুরগীর পালনের ইতিহাসমুরগিমুরগীমুরগীর ঝোলব্রয়ালের ইতিহাসমুরগীর ঝাল ঝোলদেশি মুরগীর ঝোলমুরগী লড়াইমুরগী কবিরমুরগী মিলনলেয়ার মুরগীর খামারমুরগীর কোরাইজা রোগমুরগির মাংস রান্নামুরগী যোদ্ধামুরগি আগে না ডিম আগেডিম আগে না মুরগি আগেমুরগীর মাংসের ঝোল রান্না