ঔষধি গাছ
পানের রয়েছে হাজারো গুন||পান পাতার গুনাগুন|| পানের উপকারিতা||পান পাতার উপকারিতা
আমাদের দেশের একটি অতি পরিচিত খাবার। অনেকেই খেয়ে উঠে পান মুখে পুরে ফেলেন। বেশির ভাগ ঠাকুমা-দিদা প্রত্যেকেরই অভ্যাস থাকেপান পাতা খাওয়ার। বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে এর চাষও করা হয়। স্বাস্থ্য সমস্যায় পান পাতার ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ। পানের রসে মধ্যে থাকা সুপুরি, চুন, লবঙ্গ, গুলকন্দ হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
১. ক্ষত নিরাময়ে : পান পাতায় আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল রাসায়নিক। তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে ক্ষতস্থান খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়। পান পাতা ব্যবহার করলে সংক্রমণের ভয়ো থাকে না।
২.খিদে বাড়ায় : পান পাতা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, এর ফলে খিদে বাড়ে। পেটের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে পানের রস।
৩.হজমশক্তি বাড়ায় : পান হজম করাতে সাহায্য করে বলে সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয়। পান গ্যাস‚ অম্বল কমানোর সাথে সাথে কোষ্টকাঠিন্য সমস্যা থেকে মুক্ত করে। অনেকসময় পেটে ব্যথা কমাতে সাহায্য করে।
৪.গলা খুসখুস কমায়: গলা খুসখুস করলে পান পাতার রস এক গ্লাস গরম জলে মিশিয়ে আস্তে আস্তে খান। আরাম পাবেন।
৫.সর্দি কমায় : বুকেতে সর্দি বসে গেলে সরিষার তেল আর পান পাতা ভালো করে গরম করে বুকে লাগালে অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়াও ঠান্ডা লেগে সর্দি হলে পান পাতা‚ এলাচ‚ লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে গাঢ় করে খেলে অনেকটা উপকার দেয়।
৬.নাক থেকে রক্ত পড়া থামায় : পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। তাই অনেক সময় সান স্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়ে। এটা বন্ধ করতে একটা পান পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুঁজে দিন। মাথা পিছনের দিকে হেলিয়ে রাখেতে হবে। কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
পানের গুনাগুন,পানের উপকারিতা,পান পাতার গুনাগুন,পান পাতার রসের গুনাগুন,পান পাতার উপকারিতা ও ঔষধি গুনাগুণ!,পানের অপকারিতা,পান পাতার গুনাগুণ,পান পাতার উপকারিতা,পানের দোষ গুন,পানের ভেষজ গুণ,পানের গুন,চা পানের উপকারিতা,পান পাতার উপকারিতা ও ঔষধি গুনাগুণ,পানে আছে স্বাস্হ্য গুনাগুন,পানের রোগ,পানের উপকারিতা এবং অপকারিতা,পানের বোটা,পানের রোগ দন,পানের বিস্ময়কর 17 টি গুন,পানের আশ্চর্য গুণ!,পানের ব্যবহার,পান পাতার ভেষজ গুণ,পানের উপকারীতা
#ঔষধি_গাছ
#ঔষধী_গাছ
#পানের_খাওয়ার_স্বাস্থ্য_উপকারিতা_ও_গুনাগুন
Ещё видео!