ACI Motors এর উদ্যোগে গত ১৯-২১শে জানুয়ারী ৩০০ফিট পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেসে আয়োজন করা হয়েছিল FOTON ফ্রি-সার্ভিস ক্যাম্প। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম FOTON এর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত অভিজ্ঞ পরিবহন মালিক ও চালক ভাইদেরকে। তারা তুলে ধরেছেন তাদের দৃষ্টিভঙ্গী, দিয়েছেন FOTON গাড়ির গুনগতমান এবং সার্ভিসিং সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত। চলুন তাদের মুখ থেকেই শুনে আসি তাদের অভিজ্ঞতার কথা।
#FOTON #ACIMotors #FreeServiceCamp
Ещё видео!