#PremiumSweets
#PremiumSweetaDhaka
#PremiumSweetsGulshan
#BestMithai
#BengalMithai
#BestSweets
#প্রিমিয়ামসুইটস
Premium Sweets is Dhaka 's latest luxury. This exclusive sweet shop has taken the age-old tradition to the next level. Each pack of sweets comes with a guarantee card. If you have any complains simply return the pack, of course in the same day of purchasing and a replacement free of charge is ensured. They believe the making of traditional sweets is an art. The mystery lies within the use of pure ingredients in right proportion, and of course leaving all the artificial elements out of the kitchen.
Premium Sweets is one of the best sweets seller in Bangladesh. They make quality products in Bangladesh sweet market. In this video you will see different types of sweet as a display at premium sweets branch at Hazrat Shahjalal International Airport Lounge. You can buy these sweets & other confectionary items for your friends & family.
দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত মতিঝিলে দেশের অন্যতম জনপ্রিয় মিষ্টির ব্রান্ড প্রিমিয়াম সুইটসের একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। যেখানে ২৫০ আসন বিশিষ্ট সুপরিসর মূল স্পেস ছাড়াও ৩টি কনফারেন্স রুমের ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক উপকরণ দিয়ে হোটেলের অভ্যন্তরে সুসজ্জিত করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস কর্ণার।
গত ৩০ এপ্রিল সন্ধায় এক দোয়ার মাহফিলের মাধ্যমে চালু করা এই আউটলেটটিতে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কেক, কুকিজ, বিস্কুট, ডেজার্ট, স্পাইসি, মিষ্টান্ন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারসহ বিভিন্ন খাদ্য পণ্য পাওয়া যাবে এই আউটলেটে।
আউটলেট’র উদ্বোধন করেন প্রিমিয়াম সুইটস’র চেয়ারম্যান রোমিনা হোসাইন, এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও এইচ এম ইকবাল, প্রতিষ্ঠানটির হেড অফ কর্পোরেট এন্ড কারেন্ট ইনচার্জ মো. মাহবুবুর রহমান বকুল ও পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রিমিয়াম সুইটস হেড অফ কর্পোরেট এন্ড কারেন্ট ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বকুল বলেন, সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্য সম্মত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াই প্রিমিয়াম সুইটসের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রিমিয়াম সুইটস আমাদের নিজস্ব কারখানার মাধ্যমে উন্নতমানের খাবার তৈরী করে থাকে। মিষ্টির পাশাপাশি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের আইটেমসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, মিষ্টি বাঙ্গালী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিভিন্ন উৎসব, পূজা, পার্বণে মিষ্টি একটি প্রয়োজনীয় অনুসঙ্গ। বাঙ্গালীর মিষ্টির ঐতিহ্যকে দেশে ও বিদেশে জনপ্রিয় করার লক্ষ্যে ২০০১ সালে যাত্রা শুরু করে প্রিমিয়াম সুইটস। বর্তমানে বাংলাদেশে ১৬টি এবং কানাডায় ৪টি শাখা রয়েছে।
শীততাপ নিয়ন্ত্রিত প্রত্যেক শাখাতে বিকল্প বিদ্যুৎ হিসেবে আইপিএস’র ব্যবস্থা রয়েছে। পণ্য ক্রয়ের পর বিল পরিশোধের ক্ষেত্রে ক্যাশ ও ক্রেডিট কার্ড উভয় ধরনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত শাখাগুলো খোলা থাকে। যেকোন প্রোগ্রামের অর্ডার দিতে হলে অন্তত পক্ষে ২৪ ঘন্টা আগে অর্ডার দিতে হবে।
Ещё видео!