একাত্তরের শেষভাগে যখন সম্মুখ যুদ্ধের কলেবর দিন দিন বাড়ছে, সেই মুহূর্তে ২ ডিসেম্বর ইরান পাকিস্তানে বৈমানিকসহ বায়ান্নটি ফ্যান্টম যুদ্ধবিমান পাঠায়। আমেরিকার তৈরি এই ফ্যান্টম বিমান যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। দীর্ঘ-পাল্লার সুপারসনিক গতি সম্পন্ন এই জেট ইন্টারসেপ্টর এবং ফাইটার-বোম্বার বিমান ভিয়েতনাম যুদ্ধে ও পরবর্তীতে ইরাক-ইরান যুদ্ধে ব্যাপক হারে ব্যবহৃত হয়। ইরান ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যুদ্ধাস্ত্র ও সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখে।
শেষ মুহূর্তের মরণকামড়ের জন্য পাকিস্তান প্রস্তুত!
২০২৪
সংখ্যালঘু নির্যাতন চলছে, অবনতি হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের
Ещё видео!