Hello guyzz.... 💁♂️
I am Joydip Chowdhury Akash.A new travel vlogger.Inspired from @NovoRosh vaiya and @Travelwithshishirdeb dada for travel vlogging.
So keep supporting and keep watching..
So without any further do,let's get into the video..
Thanks you ❤️
গাঙচিল (Seagull) আকৃতিতে মাঝারি থেকে বড় হয়ে থাকে। রঙ হয় ধূসর বা সাদা; মাঝে মাঝে মাথা ও পাখায় কালো ছোপ দেখা যায়। গাঙচিলের ডাক বেশ কর্কশ। এদের পাগুলো বেশ লম্বা হয়ে থাকে। ডানা লম্বা ও শক্তিশালী। হাঁসের মতো পায়ের পাতা জোড়া। এই কারণে জলে সহজেই সাঁতার কাটতে পারে। এরা অনায়াসে আকাশে দীর্ঘক্ষণ উড়তে পারে। হাওয়া থাকলে খুব কমই ডানা সঞ্চালন করে। দু' চারবার ডানা নেড়ে এরা স্বচ্ছন্দে আকাশে ঘুরে বেড়াতে পারে। মাছ এদের প্রধান খাদ্য। উপকূলের আবর্জনা ঘেঁটে ছোট ছোট পোকামাকড় খায়। এদের বহু প্রজাতি রয়েছে। তাদের অধিকাংশই পরিযায়ী পাখি। এরা বাসা বাঁধে পাথরের খাঁজে। শুকনো শেওলা দিয়ে বাসা তৈরি করে তাতে দুটি ও তিনটি ডিম পাড়ে। গাল পাখির ডিম খাদ্য হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশেই সমাদৃত। ইউরোপ ও আমেরিকায় হেরিং গাল, কালো মাথা গাল, কমন গাল সুপরিচিত। গ্রেট ব্ল্যাক হেডেড গাল হলো সবচেয়ে বড় আকারে সোনালি ঈগলের মতো। গৃহপালিত পায়রা থেকে গাল পাখি ছোট। আমাদের দেশে এদের দেখা খুবই কম মিলে। এদের প্রধান খাদ্য মাছ, পোকামাকড়, ডিম, বিভিন্ন লতা। এরা অঙ্গুরিঠুঁটো (Ring-billed Gull) নামেও পরিচিত।
SONG CREDITS :
Song Name : Amar Pran Dhoriya Maro Tan
Singer : Emon Chowdhory
Lyrics : Atanu Tias
Drama : Abar Tora Shaheb Ho ( Drama )
#Traveller #Bangladeshi_traveller #SolivagantAkash #Bangladeshi_Vlogger #Travel_Bangladesh
KW:Cox's bazar, Moheshkhali, World's largest sea beach, Solivagant Akash, solo vlog, travel Bangladesh,Joydip Chowdhury Akash, Bangla travel vlog, Bangla funny vlog, Full day vlog, Day trip, See gull bird,Saint Martin vlog.
