টয়া আপু আর শাওন ভাইয়ার সম্পর্কে যাই বলবো কম হয়ে যাবে।পর্দার এপারের মানুষটাকে আর পর্দার ওপারের মানুষটাকে চেনাতে আমাদের বিন্দুমাত্র কষ্ট হয়নি। তারা দুইজনই অনেক বন্ধুসুলভ এবং আন্তরিকতা আমাদের প্রতি মুহুর্তে করেছে মুগ্ধ। টয়া আপু আর শাওন ভাইয়ার এই কাজটি আমাদের জন্য অনেকটা চ্যালেন্জিং হলেও আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয়। আমাদের টিমের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া।
© Sunny/ Arafat/ ছায়াছবি - Chayachobi Team
Contact us for booking related queries
✆ 01732343514
Ещё видео!