সপ্তাহ খানেক হলো বাংলাদেশের ডিফেন্স কমিউনিটির হট টপিক হলো বাংলাদেশের রাফালে ডিল, যার সূচনা হয়েছিলো গত ২৭ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের সংবাদ প্রকাশ করার পর থেকে, ‘রাফাল যুদ্ধবিমান ক্রয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ’ শিরোনামে দ্য সানডে গার্ডিয়ানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। । এরপর ৩০ অক্টোবর আর্মি রিকগনিশন এর সাইটে দেখলাম ২.৫ বিলিয়ন ইউরোর ডিল। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ৪ টা F3-R যেখনে ৩টা two-seaters এবং ১টি single-seater সাথে ৮ টা F-4 single-seater এর কথা উল্লেখ করা হয়েছে ।
Ещё видео!