#পট্ঠান একটি নির্দিষ্ট সময়ে অধিষ্ঠান করে পাঠ করলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে উপকৃত হওয়া যায় এবং আর যেসব অন্তরায় থেকে মুক্ত হওয়া যায় তা নিম্নে প্রদান করা হল।
১) হঠাৎ দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
২) পট্ঠান পাঠের ফলে অনাগত দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
৩) যে কোন সুকর্মে অন্তরায় বিহীনভাবে সফলতা পাওয়া যায়।
৪) দোষযুক্ত কুকর্ম থেকে মুক্ত থাকা যায়।
৫) যে কোন উত্তম কর্মে সফলতা পাওয়া যায়।
৬) পট্ঠান পাঠের ফলে লোকোত্তর ধর্ম লাভে সহায়ক হয়।(৬ষ্ঠ অঙ্গত্তর নিকায়)
প+ট্ঠান=পট্ঠান। প-শব্দের অর্থ হচ্ছে- বিভিন্নভাবে বা ভিন্ন ভিন্ন রকমে। ট্ঠান - শব্দের অর্থ হচ্ছে- কার্য বা কারণ। কারণ আছে বলে কার্য হচ্ছে। পূর্বের হেতুর কারণে বর্তমান ফল। এভাবে একটি অন্যটির সাথে নিরবচ্ছিন্ন সম্পর্কের নাম পট্ঠান।
১) হেতু পচ্চয়ো :- ( গাছের মূল শিকরের সাথে তুলনীয়) লোভ, দ্বেষ, মোহ এবং অলোভ, অদ্বেষ ও অমোহ এ ছয় প্রকার মূল হেতুর সাথে সম্পর্কিত ফল ধর্মকে সাহায্যকারী ধর্ম।
২) আরম্মণ পচ্চয়ো:- (লম্বা শক্ত রশির সাথে তুলনীয়) আরম্মণ শব্দ, আলম্বনকে বুঝায়। চোখ, কান ইত্যাদি ছয়টি আয়তন দ্বারকে অবলম্বন করে কুশল/অকুশল আলম্বন উৎপন্ন হয়। উক্ত আলম্বন দ্বারকে সাহায্যকারী ধর্ম।
৩) অধিপতি পচ্চয়ো:-(চক্রবর্তী সাথে তুলনীয়) ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা বা প্রজ্ঞা অধিপতি এ চার প্রকার অধিপতির মধ্যে, যে কোন একটি নেতৃত্বের কারণে বাকি তিনটি অধিপতি তার অনুসারী হয়ে থাকে। প্রধান বা অগ্রাধিকারী হয়ে সাহায্যকারী ধর্ম।
৪) অনন্তর পচ্চয়ো:- (বিলুপ্তহীন ভাবে) রাজার মৃত্যুর পর ছেলে রাজ্য শাসন করা। প্রথম চিত্ত বিলুপ্তির পর পরবর্তী চিত্ত উৎপন্ন হয়। অনবরত বিলুপ্তিহীন সাহায্যকারী ধর্ম।
৫) সমনন্তর পচ্চয়ো:- (উৎকৃষ্ট বিলুপ্তিহীন ভাবে) উৎকৃষ্ট বিলুপ্তিহীন ভাবে বিভিন্ন চিত্ত সমূহ বার বার উৎপন্ন হয়। এতে মূল চিত্ত উৎপন্ন হওয়ার জন্য উত্তম বিলুপ্তিহীন সাহায্যকারী ধর্ম।
৬) সহজাত পচ্চয়ো:- (আগুন ও আগুনের আলোর সাথে তুলনীয়) বেদনা, সংজ্ঞা, সংস্কার ওবিজ্ঞান এ চার নাম স্কন্ধ সমূহকে একই সাথে উৎপন্ন হওয়ার সাহায্যকারী ধর্ম।
৭) অঞ্ঞমঞ্ঞ পচ্চয়ো:- (অন্ধ ও খঞ্জের সাথে তুলনীয়) অন্ধ ব্যক্তির অভাবে খঞ্জ যেমন চলতে পারে না, তদ্রূপ খঞ্জ ও অন্ধের অভাবে অচল। পরস্পর অনন্য রূপে সাহায্য করে। নাম এবং রূপ পরস্পর অনন্য সম্পর্কযুক্ত সাহায্যকারী ধর্ম।
৮) নিস্সয় পচ্চয়ো:- (বৃক্ষ ভূমির আশ্রয়ে অবস্থান তুলনীয়) পূর্বের কার্য কারণ ধর্ম সমূহকে আশ্রয় করে বর্তমানে দুশ্চরিত ও সূচরিত ধর্মে চিত্ত উৎপন্ন করার জন্য সাহায্যকারী ধর্ম।
৯) উপনিস্সয় পচ্চয়ো:- (বলবান আশ্রয় - বৃষ্টির পানির সাথে তুলনীয়, যার উপর বৃক্ষের উর্বরতা নির্ভর করে) শ্রদ্ধা ধর্মে আশ্রিত হয়ে নির্বাণ লাভের হেতু উৎপন্ন করার মত সাহায্যকারী ধর্ম।
১০) পুরেজাত পচ্চয়ো:- (পূর্বজাত যা পূবে বিদ্যমান। মাতা পিতাগণ সন্তানের পূর্বে ছিল) আলম্বন ধর্ম পূর্বে উৎপন্ন হওয়ার পরবর্তীতে ফলধর্ম উৎপন্ন হয়। এরূপ ফল প্রদানে সাহায্যকারী ধর্ম।
পচ্চাজাত পচ্চয়ো:- (পশ্চাতজাত-কালো বাদুরের বাচ্চার সাথে তুলনীয়) চিত্ত বিশুদ্ধ থাকলে রূপও সজীব থাকে। সতেজ রূপ ধারনে সাহায্যকারী ধর্ম।
১২) আসেবন পচ্চয়ো:- (পুনঃ পুনঃ অভ্যাসের মাধ্যমে দক্ষতা অর্জন করা- রং লাগানোর সাথে তুলনীয়) পূর্বের কুশল/অকুশল কর্মকে পুনঃ পুনঃ প্রচেষ্টার দ্বারা যে ফল লাভ হয়, পরবর্তীতে কুশল/অকুশল কর্মকে ফল লাভে সাহায্যকারী ধর্ম।
১৩) কম্ম পচ্চয়ো:- (কুশল/অকুশল চেতনা। বীজ থেকে অঙ্কুর ও গাছের সাথে তুলনীয়) চিত্ত কুশল/অকুশল কর্মের হেতু অনুসারে ফল প্রদানে সাহায্যকারী ধর্ম।
১৪) বিপাক পচ্চয়ো:- (ফল প্রদান করা। প্রচণ্ড গরমের মধ্যে শীতল স্থান খুঁজে পাওয়ার সাথে তুলনীয়) কুশল কর্মের হেতুতে স্বর্গ সুখ ভোগ করে, তদ্রূপ অকুশল কর্মের প্রভাবে দুঃখময় স্থােন সাহায্যকারী ধর্ম।
১৫) আহার পচ্চয়ো:-(প্রতি পালন করা) রূপ-নাম ধর্ম আহারের অবর্তমানে জীবন ধারণ করা অসম্ভব বিধায় আহার দ্বারা প্রতি পালনে সাহায্যকারী ধর্ম।
১৬) ইন্দ্রিয় পচ্চয়ো:-(ইন্দ্রত্ব বা আধিপত্য বজায় রাখা) চক্ষু ইন্দ্রিয়, শ্রোত ইন্দ্রিয় ইত্যাদি ইন্দ্রিয় থেকে আরম্ব করে ২২ প্রকার ইন্দ্রিয় গুলি নিজ স্থানে নিজের দায়িত্ব পালনে সাহায্যকারী ধর্ম।
১৭) ঝান পচ্চয়ো:-(ধ্যান) পাঁচটি ধ্যান অঙ্গের মধ্যে কুশল ধ্যানকে আলম্বন স্মৃতিতে ধারণ করে নির্বাণ ধাতুতে উপনীত হওয়ার সাহায্যকারী ধর্ম।
১৮) মগ্গ পচ্চয়ো:- (মার্গ বা পথ। সঠিক পথে পরিচালিত করা) আর্যঅষ্টাঙ্গিক মার্গ পথ অনুসরণে নির্বাণকে স্বচক্ষে প্রত্যক্ষ করার সাহায্যকারী ধর্ম।
১৯) সম্পয়ুত্ত পচ্চয়ো:- (পরস্পর সম্প্রযুক্ত চতুর্মধুর সাথে তুলনীয়) চিত্তে স্পর্শ, বেদনা, সংজ্ঞা ইত্যাদি চৈতসিক ধর্ম সমূহ একটি আলম্বনকে অনুভব করলে, চিত্ত বিভাজন না করার মত পরস্পর সম্প্রযুক্ত সাহায্যকারী ধর্ম।
২০) বিপ্পয়ুত্ত পচ্চয়ো:-(বিপ্রযুক্ত, আলম্বন ছয়টির সাথে তুলনীয়) প্রতিসন্ধি চিত্ত, কর্মজ রূপ, কল্যাণ রূপ ধর্মগুলি নিজ নিজ কাজে নিয়োজিত থাকতে সাহায্যকারী ধর্ম।
২১) অত্থি পচ্চয়ো:-(অস্তিত্ব বা বিদ্যমান থাকা-পাহাড়ের সাথে তুলনীয়) সহজাতাত্থি, পুরেজাতাত্থি, পচ্চাজাতাত্থি, আহারাত্থি, রূপজীবিতি, ইন্দ্রিয়াত্থি এই পাঁচ প্রকার প্রত্যয় সমূহ অবস্থান থাকার মত- কারণ এবং ফল প্রদানে সাহায্যকারী ধর্ম।
২২) নত্থি পচ্চয়ো:-(উদার হওয়ার মত, আলোর অনুপস্থিতিতে অন্ধকার নেমে আসা) উৎপন্ন চিত্তক্ষণ, স্থিতি চিত্তক্ষণ এবং ভঙ্গ চিত্তক্ষণ এ তিনটি ক্ষণের মধ্যে এক চিত্তক্ষণও না থাকলে, নত্থি কার্য/কারণ ধর্ম সাহায্য করে।
২৩) বিগত পচ্চয়ো:- (চ্যুত হওয়া -সূয্যের আলোর শেষে- চাঁদের আলোর সাথে তুলনীয়) প্রথম নাম ধর্মের চ্যুতিতে পরবর্তী নাম ধর্মের উৎপত্তি হওয়া সাহায্যকারী ধর্ম।
২৪) অবিগত পচ্চয়ো:- (চ্যুত না হওয়া-সমুদ্রে অবস্থান রত প্রাণীর সাথে তুলনীয়) চিত্তের উৎপন্নক্ষণ, স্থিতিক্ষণ ও ভঙ্গক্ষণ এ তিনটি চ্যুতকাল পর্যন্ত সাহায্যকারী ধর্ম।
সূত্র:- পট্ঠান পালি
জগতের সকল প্রাণী সুখি হউক।
সাধু সাধু সাধু...
(সংগৃহীত)
Ещё видео!