বদলে যাওয়া এক শাবনূরকে দেখলো ভক্তরা
বাংলা চলচিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন বহু দর্শক। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বিয়ের পর নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে নিয়ে গেছেন এই অভিনেত্রী। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা। অবশেষে দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর। গত মে মাসে সিনেমার প্রথম ধাপের শূটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি।
দ্বিতীয় লটের শূটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা। পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি। এর পরই পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে। অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শূটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।
এদিকে, শাবনূরের এমন পরিবর্তন দেখে দর্শকরাও বেশ পছন্দ করেছেন। ভালোবাসার এই অভিনেত্রীর কাছ থেকে ভক্তরাও এবার দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারো পুরনো শাবনূরের দেখা মিলবে।
শোনা গিয়েছিল, নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’ সিনেমা দিয়ে অভিনয়ের বিরতি ভাঙতে যাচ্ছেন শাবনূর। ওই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। তবে চয়নিকার সিনেমা নয়, শাবনূরের বিরতি ভাঙছে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ দিয়ে। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
সিনেমা থেকে অনেক বছর দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝে-মধ্যে দেশে ফিরেছেন, দু-একটি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে। কিন্তু বড় পর্দায় শাবনূরকে এতদিন পায়নি দর্শক।
#sangbadbela
#shabnur
#actor
#movie
Ещё видео!