শেষ কবে খালি পায়ে মাটির ওপরে হেঁটেছেন বা দৌড়েছেন, বলতে পারবেন?
মানুষ মূলত পানি দিয়ে তৈরি (মানবদেহের ৭২% পানি), কিন্তু পানি তরল পদার্থ, এর নিজস্ব কোনো আকার নেই- যখন যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে, সেহেতু মানবদেহের পুরো কাঠামো পানির পাশাপাশি ২৮% মাটিজাত উপাদান দিয়ে তৈরি।
মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণীকূল দিনের মধ্যে কখনো না কখনো সরাসরি মাটি স্পর্শ করে, মাটিতে হেঁটে-চলে বেড়ায়। আর উদ্ভিদকূল তো মাটি আঁকড়েই বেঁচে থাকে। কেবলমাত্র পাহাড়ি ও গ্রামীণ জনপদের কিছু চাষাভুষা মানুষ সরাসরি মাটির সংস্পর্শে আছেন/থাকেন। লক্ষ্য করলে দেখবেন- তাঁরা তুলনামূলক বেশি সুস্থ ও সবল; রোগ-বালাই তাঁদেরকে ছুঁতে পারে না।
মাটির তৈরি মানুষ যদি প্রতিদিন কিছু সময়ের জন্য মাটির সংস্পর্শে আসতো, তাহলে প্রাকৃতিকভাবেই তাঁর শরীরের অনেক দূষিত পদার্থ সরাসরি মাটিতে চলে যেতো আর শরীর মাটি থেকে অনেক প্রাকৃতিক উপাদান সংগ্রহ করে নিতে পারতো। কিন্তু আমরা সেটা জানিই না; মেনে চলা তো অনেক দূরের ব্যাপার। আরো দুঃখজনক ঘটনা হলো- সাবান বিপণনকারী কোম্পানিগুলোর তৈরি বিজ্ঞাপনে মাটিকে জীবাণুর উৎস (ধারক ও বাহক) হিসেবে নেতিবাচক দৃষ্টিতে উপস্থাপন করা হয়- যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি।
আমাদের প্রত্যেকের উচিত- প্রতিদিন ক্ষণিকের জন্য হলেও সরাসরি মাটির সংস্পর্শে আসা। সেক্ষেত্রে আপনি আপনার নিজের অজান্তেই অনেক শারীরিক সমস্যা ও ঝুঁকি থেকে রেহাই পেয়ে যাবেন। তাহলে চলুন- এক্ষুনি শুরু করা যাক...
সব ওষুধ আছে প্রকৃতিতে, আপনার সুস্থতা আপনারই হাতে! প্রাকৃতিক খাবার খেয়ে ও প্রাকৃতিক নিয়মে চলে যে কোনো মানুষের পক্ষে অনায়াসে ১০০+ বছর বেঁচে থাকা সম্ভব। দীর্ঘজীবনের রহস্য কোনো ইঞ্জেকশনে-এ লুকিয়ে নেই। ওষুধ, হাসপাতাল, ডাক্তারের কাছেও নেই, আছে কেবল প্রকৃতিতে। যার টেলোমেয়ার যত দীর্ঘ, তিনি তত সুদীর্ঘ জীবনের অধিকারী। DNA-এর ভেতরে টেলোমেয়ার-এর অবস্থান। নোবেল জয়ী এলিজাবেদ ব্লাকবার্ন ও ডিন অনির্শ আবিষ্কার করেন যে, টেলোমেয়ার-এর ক্ষয় বন্ধ করে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, প্রাণায়াম, ধূমপান বর্জন, সঠিক ওজন ও মেডিটেশন অত্যন্ত কার্যকর।
আরো জানতে পড়ুন রাজিব আহমেদ এর বইসমূহ
শরীর সেরা ঔষাধালয় হৃদয় সেরা চিকিৎসক [ Ссылка ]
সবার আগে সুস্থতা [ Ссылка ]
সুস্থতার ব্যাকরণ [ Ссылка ]
অর্ডার করতে কল করুন ☎ 09643007007 📞 01773366266
#soil #environment #health #humanbody #dna #books #razib_ahamed
_______Contact with us_______
Website
[ Ссылка ]
Facebook
[ Ссылка ]
YouTube
[ Ссылка ]
Ещё видео!