#লালবাগ_কেল্লা_ঢাকা
#LalbaghFortDhaka
লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ্ কর্তৃক এর নির্মাণকাজ শুরু হয়েছিল। যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরি, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে ছিল তিনটি প্রধান ভবন। পূর্বে দেওয়ান-ই-আম ও হাম্মাম খানা, পশ্চিমে মসজিদটি এবং পরী বিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে।
লালবাগ কেল্লা, ঢাকা (Lalbagh Fort, Historical place Dhaka, Bangladesh) এর বর্তমান অবস্থা ও এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।
Ещё видео!